বন্ধ বাজার, বাড়ির সামনে ও হোম ডেলিভারির মাধ্যমে মিলছে সামগ্রী

0
69

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের জেরে সম্পুর্ন বন্ধ রায়গঞ্জ শহরের বাজার। এমনকি শহরে সবজির যে কয়টি দোকান খোলা হয়েছিল, প্রশাসনের পক্ষ থেকে সেগুলিকেও জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

home delivery | newsfront.co
নিজস্ব চিত্র

এ নিয়ে প্রশাসনের সঙ্গে বাজারের ব্যবসায়ীদের বচসা হয়। জানা গেছে,সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না বাজার গুলিতে। এই অভিযোগ তুলে শহরের বাজার বন্ধ করে দেয় প্রশাসন।

আরও পড়ুনঃ নবদ্বীপে করোনা সম্পর্কে সচেতন করতে গান গেয়ে প্রচার বাউল শিল্পীর

এদিন রায়গঞ্জের মহকুমাশাসক অর্ঘ্য ঘোষের নেতৃত্বে রায়গঞ্জ জেলা পুলিশের ডিএসপি রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান , রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পুলিশ বাহিনী নিয়ে শহরের মোহনবাটি বাজার, গোশালা বাজার, চণ্ডিতলা বাজারে গিয়ে ফলমূল শাক সবজিসহ সমস্ত বিক্রেতাদের কাছে আবেদন করেন।

শুধু আবেদনই নয়, পাশাপাশি বাজার বন্ধ করারও নির্দেশ দেন তাঁরা।তার বদলে ভ্যান রিক্সা করে পাড়ায় পাড়ায় সবজিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করার জন্য যে নির্দেশ দিয়েছিলেন, এবং পরে তা কার্যকর হয়েছে।

বরং এখন শহরবাসী বাজারে না গিয়ে, বাড়ির সামনে থেকে সবজি কিনছেন। শুধু তাই নয়, মাছ ও না না ধরনের মুদি সামগ্রী হোম ডেলিভারিও করা হচ্ছে পুরসভার মাধ্যমে। এই সুবিধা পেয়ে যথেষ্ট খুশি এলাকার বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here