নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
উপসর্গ বিহীন বা মৃদু উপসর্গের করোনা আক্রান্তদের আইসোলেশনের মেয়াদ কমিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আমেরিকার পথে হেঁটে হোম আইসোলেশনের মেয়াদ করা হল ৭ দিন, তবে তাতে রয়েছে কিছু শর্ত।
বুধবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে,মৃদু উপসর্গ রয়েছে বা যাঁদের কোন উপসর্গই নেই এমন করোনা আক্রান্তরা এবার থেকে সাত দিন পরেই নিভৃতবাস থেকে বের হতে পারেন। তবে, পরপর ৩ দিন যদি তাঁদের জ্বর না আসে তাহলেই এ নিয়ম প্রযোজ্য হবে তাঁদের ক্ষেত্রে।
এছাড়াও আইসোলেশন থেকে বের হওয়ার আগে দ্বিতীয়বার কোভিড পরীক্ষার প্রয়োজন নেই বলে জানিয়েছে কেন্দ্র। এর আগে নিয়ম ছিল আইসোলেশন পর্ব শেষ হলে দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করিয়ে রিপোর্ট নেগেটিভ হলে তবেই বের হতে পারতেন তাঁরা নচেৎ আরও ৩ দিন মেয়াদ বাড়তো। নির্দেশিকায় বলা হয়েছে, ৭ দিন পরে আইসোলেশন পর্ব শেষ হলেও রোগীকে সবসময় মাস্ক পরে থাকতে হবে।
আরও পড়ুনঃ বিতর্কের জেরে স্বাস্থ্য দপ্তর প্রত্যাহার করল মোলনুপিরাভির ও মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপির অনুমতি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584