সিএএ বিতর্কে নয়া মোড় যোগ করল স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের বক্তব্য

0
133

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিএএ বিতর্কে নয়া মাত্রা যোগ করল স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ এক আধিকারিকের বক্তব্য। তিনি জানিয়েছেন দেশে সিএএ লাগু করা নিয়ে কোনও রাজ্যেরই মতামত নেয়নি কেন্দ্র।

amit shah | newsfront.co
চিত্র সৌজন্যঃ ইডিয়া টুডে

বিভিন্ন রাজ্যে সিএএ প্রতিবাদীদের প্রায় ২৬ জন মারা গিয়েছেন পুলিশের গুলিতে। দেশের জনসাধারণের ক্ষতি করে যে আইন, সেই আইন কিভাবে রাজ্যের শলা পরামর্শ ছাড়া অনুমোদিত হল সে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, ‘সিএএ কীভাবে বলবৎ করা যায় তা নিয়ে চর্চা চলছে। আইন প্রণয়নের সময় আমরা কোনও রাজ্যের থেকেই পরামর্শ চাইনি। সেটার প্রয়োজনও ছিল না। বিলটি আইনে পরিণত হওয়ার আগেই যথেষ্ট পরামর্শ নেওয়া হয়েছিল।’

আরও পড়ুনঃ অসমের ডিটেনশন ক্যাম্পে আবারও মৃত্যু এক বন্দীর

মন্ত্রকের তরফে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে সিএএ নিয়ে মামলা চললেও তার উপর স্থগিতাদেশ জারি করা হয়নি। কেন্দ্রকে তাদের মতামত জানাতে বলা হয়েছে। ফলে আইন বাস্তবায়নে কোনও বাধা আসেনি।

গত মাসে অসমে সিএএ জারি হওয়ার পর গোটা রাজ্য জুড়ে হুলুস্থুলু পরে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, আইনের বিষয়ে অসম সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে, যা ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকে।

আরও পড়ুনঃ ট্রাম্পের কথায় দিল্লিতে সন্ত্রাসের ছক কষেছিলেন সোলেইমানি

স্বরাষ্ট্রমন্ত্রক অসম সরকারের চিঠি পেলেও, কেন্দ্র কোনও পরামর্শ রাজ্যের থেকে চায়নি বলে দাবি করেন মন্ত্রকের শীর্ষ আধিকারিক। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রক কোন রাজ্যের থেকেই কোনও ধরনের পরামর্শ চায়নি। আইন পাস হয়েছে। এবার তা লাগু করা কেন্দ্রীয় সরকারের বিষয়।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here