নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রই এখন ‘হোম কোয়ারেন্টাইন’। করোনায় গোষ্ঠী সংক্রমণ রুখতে ইংরেজবাজার পুর এলাকার করোনা আক্রান্তর সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িতে না রেখে অন্য জায়গায় ‘হোম কোয়ারেন্টাইন’-এ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালদহ জেলা প্রসাসন। সেই হোম কোয়ারেন্টাইন সেন্টার তৈরির জন্য স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ করোনায় সহকর্মীর মৃত্যু! বেহালা ফায়ার স্টেশনে বিক্ষোভে দমকলকর্মীদের
রবিবার ইংরেজবাজার থানার বাগবাড়ি খোয়ার মোড় এলাকায় সেই জায়গা পরিদর্শন করলেন মালদহ সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহার রঞ্জন ঘোষ, প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার। আপাতত ৫০টি শয্যার ব্যবস্থা সেখানে রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকে চালু করার কথা এই নতুন ‘হোম কোয়ারেন্টাইন’ সেন্টার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584