শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ
করোনা ভাইরাস ভারতে প্রবেশ করার পর থেকেই তান্ডবলীলা চালাচ্ছে প্রায় দেড় বছর ধরে। মানুষ হয়েছে স্বজনহারা। টান পড়েছে মানুষের রুজি রোজকারে, ভেঙে পড়েছে অর্থনীতি।
সংক্রমণে গতি কমাতে সরকার বেছে নিয়েছে লকডাউনের পথ। ২০২০ পেরিয়ে গেলেও এখনো করোনা মুক্ত হয়নি দেশ। অন্যান্যদের পাশাপাশি করোনা থাবা বসিয়েছে মানুষ গড়ার কারিগরদের উপরেও।
করোনার দাপটে গৃহশিক্ষকের অবস্থা আজ চরম সংকটে। দীর্ঘ কয়েক মাস থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। ফলে বেড়েছে স্কুল ছুট শিক্ষার্থীর সংখ্যা। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পড়াশোনার প্রতি আগ্রহ কমেছে শিক্ষর্থীদের। দেখা গেছে জীবন বাঁচানোর তাগিতে কাজের জন্য শিক্ষার্থীরা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে।
শিক্ষার্থীদের বাঁচাতে সরকার গ্রহণ করেছে বেশ কিছু সদার্থক পদক্ষেপ। কিন্তু অবস্থার অবনতি হয়েছে গৃহশিক্ষকদের। প্রায় রোজকার হীন হয়ে পড়েছে তারা। আর এই অবস্থাকে আরো কিছুটা জটিল করে তুলেছে শহর অঞ্চলে সরকারি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা। আইন পাশ হলেও বাস্তবে তা কার্যকরী না হওয়ায় বলে তারা জানাচ্ছেন। আবার অনেক শিক্ষক আইনের বেড়াজাল থেকে বাঁচতে শুরু করেছেন অনলাইন কোচিং।
আরও পড়ুনঃ বীরভূমের মহম্মদবাজারে ধসে গেল সেতু, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
তাদের আরও অভিযোগ, গৃহশিক্ষকদের সংগঠন থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও বাস্তবে তা পুরোপুরি সফল হয়নি। তাই আজ তারা নিজেদের জীবন জীবিকার ও অস্তিত্ব বাঁচাতে সরকারের কাছে করজোড়ে আবেদন রেখেছেন করোনা বিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার। সাথে সাথে সরকারী স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা রোধে সদার্থক পদক্ষেপ নেওয়ার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584