নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বন্ধ সমস্ত কোচিং সেন্টার ও প্রাইভেট টিউশন।ফলে ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হলেও অভিভাবকদের মত, করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গৃহবন্দী ছাড়া বিকল্প অন্য কিছু নেই। আগে সুস্থ থাকা, তারপর পড়াশোনা বলে জানান তারা।
তাই সন্তানদের স্বাস্থ্যের কথা ভেবে প্রাইভেট টিউশন এবং কোচিং সেন্টারে পাঠানো বন্ধ করে দিয়েছেন অভিভাবক অভিভাবিকারা। এমনকি বাড়িতে গৃহ শিক্ষকদের আসাও বন্ধ করে দিয়েছেন তারা।
আরও পড়ুনঃ সন্দেহের জেরে পাঁচ রোগীর লালারসের নমুনা পাঠানো হলো উত্তরবঙ্গ হাসপাতালে
যদিও অভিভাবকদের একাংশের দাবি, পড়াশোনার ক্ষতি হলেও, বেশ কয়েক মাস ছেলে-মেয়েদের তারা কোনো কোচিং সেন্টার বা প্রাইভেট টিউশনে পাঠাবেন না। ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন গৃহ শিক্ষক পেশার সঙ্গে যুক্ত যুবকেরা। কারণ শিক্ষার্থীদের পঠন-পাঠান বন্ধের ফলে, তাদের আয়ও পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গিয়েছে। এ কারনে গৃহ শিক্ষকদের একাংশ ভাতার দাবি জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584