উত্তপ্ত গড়বেতায় ঘরছাড়া মানুষ আশ্রয় নিল পার্টি অফিসে

0
178

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

homeless man shelter in party office
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা পূর্ব মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি তিলডাঙা গ্রামের নিসার হোসেনকে মারধর করার অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে।

সেইসঙ্গে জানানো হয় গড়বেতার ফুলবেড়িয়া, বোষ্টমমোড়,উপরজবা,নামোজবা প্রভৃতি এলাকাতেও বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করা হয়।শনিবার আতঙ্কে এইসব এলাকার প্রায় ৩০ জন ঘরছাড়া হয়ে গড়বেতায় বিজেপি কার্যালয়ে আশ্রয় নেন।রবিবার তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে দলীয় নেতৃত্ব।

homeless man shelter in party office
নিজস্ব চিত্র

গড়বেতার দায়িত্বপ্রাপ্ত বিজেপির জেলা সম্পাদক মদন রুইদাস বলেন, “তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির সংখ্যালঘু মোর্চার একজন মণ্ডল সভাপতিকে মারধর করে,ওদের অত্যাচারে প্রায় ৩০ জন বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া হয়ে গড়বেতায় দলীয় কার্যালয়ে এসে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুনঃ শালবনীতে বিজেপির তান্ডব,ঘরছাড়া তৃণমূল কর্মীরা,প্রশ্ন পুলিশের ভূমিকায়

প্রশাসনের সাহায্যে আমরা তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করছি।” যদিও এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, “তৃণমূল কোথাও সন্ত্রাস সৃষ্টি করেনি, সিপিএমের দুষ্কৃতকারিরা রাতারাতি বিজেপির পতাকা নিয়ে এলাকায় সন্ত্রাস চালানোর চেষ্টা করছে।” ভোট পরবর্তী হিংসা জারি রয়েছে বিভিন্ন জায়গায়।এই পরিস্থিতিতে এলাকাগুলির মানুষ সন্ত্রস্ত হয়ে রয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here