পিয়ালী দাস, বীরভূমঃ
শুধুমাত্র সন্দেহের জেরে উঁকি মেরে দেখতে গিয়েছিল এক পুলিশকর্মচারী,তাতেই ফাঁস হয়ে গেল মধুচক্রের মধুর চাক।গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় মধুচক্রের পর্দা ফাঁস করল বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশ। মঙ্গলবার সকালে সাঁইথিয়া স্টেশন সংলগ্ন লজটিতে হানা দেয় পুলিশ।আটক করা হয় ১৪ জন ছেলে মেয়েকে।জানা গিয়েছে,রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের ধরে ওই লজে আনা হত।তার পরেই সেখানেই রমরমিয়ে চলত মধুচক্রের আসর।ধৃত মহিলাদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদ, নদিয়া জেলার বাসিন্দা।অভিযোগ, স্কুল কলেজের ছেলে মেয়েরাও ওই লজে আসা যাওয়া করত। লজের ম্যানেজারকেও আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই লজটিকে ঘিরে অসামাজিক কাজকর্মও চলছিল।
লজটি থানা থেকে কিছুটা দূরে অবস্থিত। এমন জায়গায় কিকরে রমরমিয়ে দেহব্যবসার আসর চলত সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
আরও পড়ুনঃ দলবদল,তৃণমূল থেকে বিজেপিতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584