নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার
জানুয়ারি মাসের মধ্যে ডুয়ার্সের মধু চা বাগান অবশ্য খুলবেই।আজ মধু চা বাগানে শ্রমিক পরিবারের হাতে চাল ও কম্বল বিতরণ প্রদান অনুষ্ঠানে যোগদিতে এসে ফের একথা জানালেন তরাই ডুয়ার্স ডেভলোপমেণ্ট বোর্ড চেয়ারম্যান মোহন শর্মা। নতুন বর্ষের শুরুতে ডুয়ার্সের বন্ধ মধু চা বাগানে শ্রমিক পরিবারের হাতে চাল ও কম্বল তুলে দিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন আজ মধু চা বাগানের ৯৬১ জন শ্রমিক পরিবারকে ১২ কেজি করে চাল ও প্রত্যেক পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয় উপস্থিত ছিলেন কালচিনি বিডিও ভূষণ শেরপা, তরাই ডুয়ার্স ডেভেলপমেন্ট বোর্ড চেয়ারম্যান মোহন শর্মা সহ বিশিষ্টরা।মোহন বাবু জানান আগামী ৩ জানুয়ারি কোলকাতায় ডুয়ার্সের বন্ধ বান্দাপানি ও মধু চা বাগান খোলা নিয়ে একটি বৈঠক আছে এবং আশাবাদী ১৫ জানুয়ারি মধ্যে মধু চা বাগান খুলবে। কালচিনি বিডিও ভূষণ শেরপা জানান যে বছর শুরুর পূর্বে প্রত্যেক শ্রমিক পরিবারের হাতে চাল ও কম্বল তুলে দেওয়া হল এবং প্রতিমাসে এই চাল প্রদানের ব্যবস্থা করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন: বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্মেলনের সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584