মাছধরা নৌকায় বাড়ি ফিরলেন হানিমুনে গিয়ে লকডাউনে আটকে পড়া দম্পতি

0
61

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নিউজিল্যান্ডের এক দম্পতি হানিমুনে গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন ফকল্যান্ড দ্বীপে, ৯ হাজার ২০০ কিমি মাছধরা নৌকোয় পাড়ি দিয়ে অবশেষে বাড়ি ফিরলেন তাঁরা। ফিয়োনা ক্লিফটন ও তাঁর স্বামী নেভিল যাঁরা এর আগে কোনোদিন কোনো নৌকোয় এক রাতও কাটাননি তাঁরা প্রায় একমাসের লম্বা নৌ-সফরে বাড়ি ফিরলেন।

New zealand trapped couple | newsfront.co
ফিয়োনা- নেভিল। ছবি এপি

ফিয়োনা ও নেভিল বিগত ২৫ বছর একসাথে সংসার জীবন পালন করলেও কোনোদিন বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করেননি। তাঁদের তিনটি সন্তানও আছে। হঠাৎই দুজনের মনে হয় তারা কখনো সেভাবে নিজেদের জন্যে সময় কাটাননি। তারপরেই বিয়ে এবং একটি এডভেঞ্চার মূলক হানিমুনের পরিকল্পনা করেন।

এই দম্পতি বিয়ে করেন ফেব্রুয়ারি মাসে ২৯ তারিখ এবং সেই দিনই যাত্রা করেন ফকল্যান্ড দ্বীপে। ৭মার্চ তারা পৌঁছে যান, তখন থেকেই শুরু হয়ে যায় করোনা ভাইরাসের সংক্রমণ এবং লকডাউন কাজেই তারা আটকে পড়েন। ওদের ফেরত যাওয়ার প্লেনও বাতিল হয়ে যায়।

আরও পড়ুনঃ ভারতের পর এবার টিকটক নিষিদ্ধ করার পথে আমেরিকা, অধিগ্রহণ করতে চাই মাইক্রোসফট

এই সব কিছুর মধ্যে তাঁরা চেষ্টা করছিলেন বাড়ি ফেরার, হঠাৎই খবর পান যে একটি মাছ ধরার নৌকো ১৪ জন জেলেকে নিয়ে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দেবে। দুজনে ওই নৌকোতেই ফিরবেন বলে মনস্থির করেন ও নৌকার মালিকের সাথে কথাবার্তা বলে সব ব্যবস্থা করে ফেলেন।

ফিয়োনা জানিয়েছেন, তাঁদের যাত্রাপথের এডভেঞ্চারের কথা। তাঁরা ডলফিন দেখেন, বিভিন্ন সামুদ্রিক মাছ ও জীব দেখেন এইভাবে প্রায় এক মাসের নৌকো ভ্রমন সেরে অবশেষে তারা নামলেন টিমারু বন্দরে, দুয়েকদিনের মধ্যেই ঘরে ফিরবেন এই নবদম্পতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here