পিয়ালী দাস, বীরভূমঃ
প্রজাতন্ত্র দিবসে প্রগতি সম্মানে সংবর্ধিত হলো রাঢ় বঙ্গের একাধিক গুণী শিল্পীগন। রবিবার সাঁইথিয়া পৌর এলাকার শশীভূষণ দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ২৩ তম প্রগতি পত্রিকার সম্পাদক দেবাশীষ সাহার আয়োজিত অনুষ্ঠান।
গত ২২ বছর ধরে একনাগাড়ে বীরভূমের বিভিন্ন প্রান্তে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে স্বনামধন্য প্রগতি পত্রিকা। যে পত্রিকায় কলকাতার বিশিষ্ট লেখক তাদের লেখনী দিয়ে রাজ্যবাসীর মস্তিষ্কে রেখে গেছেন অনন্য ছাপ। পত্রিকার সম্পাদক দেবাশীষ সাহা জানিয়েছেন, পত্রিকা উদ্বোধনের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যে কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়, মঞ্চে উজ্জ্বল উপস্থিতি ছিল, বিধায়ক নীলাবতী সাহা, বীরভূমের প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক, সাঁইথিয়া পুরসভার পুর পিতা বিপ্লব দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ।
যে সাত জন বিশিষ্ট মানুষকে ‘প্রগতি সম্মানে’ ভূষিত করা হয়। তাঁরা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের জীবন্ত চরিত্র বিশু ডাক্তার( ডাঃ সুকুমার চন্দ্র) বিশিষ্ট অনুবাদক ও সাহিত্যিক পুষ্পিত মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী
বিশিষ্ট লোকশিল্পী শ্রী রতন কাহার। লোটগানের বিশিষ্ট লোকশিল্পী শ্রী হর কুমার গুপ্ত। বাংলার বিশিষ্ট বাউল শিল্পী মহাদেব দাস বাউল।
বাঁকুড়ার বিশিষ্ট গবেষক, অধ্যাপক ডঃ অরবিন্দ চট্টোপাধ্যায়। বিশিষ্ট ঝুমুরিয়া শিল্পী শিক্ষক মাধব চন্দ্র মন্ডল। এছাড়া বাংলা তথা বীরভূমের ব্যাডমিন্টনের উজ্জ্বল মুখ, দুই বোন সুতন্বী সরকার, সায়নী সরকার আজ প্রগতির পক্ষ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা। সেই সাথে হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের দুই প্রখ্যাত চিকিৎসক আজ দুস্থ অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন।
প্রান্তিকের রামমোহন আই ফাউন্ডেশন এর সহযোগিতায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি অনুষ্ঠান শেষে ২১০০ মানুষকে কম্বল দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584