লড়াকু নারীদের সম্মান প্রদান এন আই টি’র

0
131

তাপস দাস,আগরপাড়াঃউত্তর ২৪ পরগনা আগরপাড়া নিলগঞ্জ রোড, নারুলা ইন্সটিটিউট অফ টেকনোলজির বাৎসরিক অনুষ্ঠানে সেই সমস্ত মহিলাদের পুরস্কার ও মানপত্র দিয়ে সম্মান জ্ঞাপন করেন যাদের মনে দুর্বলতা নয় দৃঢ়তা। হার না মানার সংকল্প সমস্ত প্রতিকূলতা কে নস্যাৎ করে দিয়ে সংসার প্রতিপালনের ক্ষেত্রে সুষ্ঠ ও সুন্দর সমাজ গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে চলেছে এমনি এক মানবী বাংলার মুখ পদ্মশ্রী প্রাপক সুভাষিণী মিস্ত্রী।

বাজারে সব্জি বিক্রি করে সংসার প্রতিপালন করে অদম্য জেদ আর ইচ্ছে শক্তি দিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল গড়ে তুলেছেন, যা আজ সর্বজনবিদিত।
প্রতিমা পোদ্দার কোলকাতার বুকে প্রথম মহিলা বাস ড্রাইভার বাস নং ১৮৫৪ নিয়মিত নিমতা বেলঘরিয়া হাওড়া রুটে যাতায়াত।


শিক্ষিকা কান্তা চক্রবর্তী শিয়ালদহ মেইন লাইনে দমদম স্টেশনে নামলেই দেখতে পাওয়া যায় কান্তা দিদিমনি ফুটপাথবাসী,সহায় সম্বলহীন মেয়েদের রাস্তায় বাতিগম্ভের তলায় ফুটপাতে বসে খোলা আকাশের নীচে শিক্ষা দানের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের রচনা করে চলেছেন।

অনুষ্ঠানে পুরস্কৃত দমদম শ্রী অরবিন্দ বিদ্যালয়ের শিক্ষক বলরাম সামন্ত বলেন,ধান চাষ করে,মুদি দোকানে,গ্যারেজে কাজ করে,পত্রিকা পত্রিকা বিক্রি করে পড়াশুনো করেছেন আজ তিনি আজ তিনি শিক্ষকতা করছেন,তার এই আবেগতাড়িত কথায় উপস্থিত ছাত্র-ছাত্রীরা অভিভূত হয়ে করতালি দিয়ে অভিনন্দন জানায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল মৈত্রেয়ী কাঞ্জিলাল,রেজিস্টার নিধি সিং ও সংস্থার শিক্ষক শিক্ষিকারা। প্রফেসর শর্মিষ্ঠা বসুর প্রাঞ্জল ভাষা ও কন্ঠ মাধুর্যে অনুষ্ঠানটি অন্য মাত্রা এনে দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here