সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের বিজেপির প্রার্থী নিরঞ্জন রায়ের সমর্থনে প্রচারে বেড়িয়ে বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য মৌমিতা বিশ্বাস মিশ্র সহ কর্মী সমর্থকেরা তৃণমূলের দুষ্কৃতীদের আক্রান্ত হন বলে অভিযোগ।

আক্রান্ত মৌমিতা দেবী জানান যে, নোদাখালি থানার বাওয়ালীর ট্রেকার স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডায়মন্ড হাবরার লোকসভার কেন্দ্রের বিজেপির প্রার্থী নিরঞ্জন রায়ের হয়ে বাড়ি বাড়ি প্রচারে যান তারা,সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে এক দেড়শো তৃণমূল আশ্রিত সমাজবিরোধী মহিলা কর্মীদের হাত ধরে টানাটানি করে,পুরুষ কর্মীদের এলোপাথাড়ি চড় ঘুষি লাথি মারে এবং তাদেরকে প্রচার করতে দেওয়া হয়নি বিজেপির কর্মী সমর্থকেরা ভীত সন্ত্রস্ত।

এই খবর দক্ষিন ২৪ পরগণার পশ্চিম ভাগের বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছাতেই পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে নোদাখালি থানার পুলিশ প্রশাসন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁচ্ছে তাদেরকে সাড়ে দশটা নাগাদ উদ্ধার করে নিয়ে আসেন নোদাখালি থানায়।ততক্ষণে থানায় বিজেপির প্রার্থী নিরঞ্জন রায় পৌঁচ্ছে যান দোষীদের শাস্তির দাবিতে আইসির ঘরের দরজা সামনে ধর্ণায় বসে।
পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবীতে কর্তব্যরত পুলিশ আধিকারিককে আঙ্গুল তুলে শাসনি থেকে অভিযুক্তদের গ্রেফতার করতে চাপ দেওয়া ধস্তাধস্তি করতে দেখা যায় বিজেপি প্রার্থী নিরঞ্জন রায়কে।
আরও পড়ুনঃ পুলিশের তোলাবাজির বলি স্কুল ছাত্র
একই সাথে বেআইনী ভাবে বিনা অনুমতিতে সরকারি কার্যালয়ের সেই বিজেপি প্রার্থীর শাসনির ভিডিও রেকর্ডিং করে দলীয় কর্মীরা।রাত্রি ১২টা নাগাদ লিখিত অভিযোগ দায়ের করে মৌমিতা দেবীরা।
এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের কোন মতামত পাওয়া যায় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584