নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘ভূত পার্ট ১ঃ দ্য হন্টেড শিপ’-ছবির প্রচারে কলকাতায় এলেন বলি তারকা ভিকি কৌশল এবং ছবির পরিচালক ভানু প্রতাপ সিং।

আগামী ২১ ফেব্রুয়ারি এদেশে মুক্তি পাচ্ছে এই হরর জঁরের ছবিটি। ভিকি কৌশল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আশুতোষ রানা, ভূমি পেডনেকার, সিদ্ধান্ত কাপুর প্রমুখ।

এক ভূতুড়ে জাহাজের মধ্যে ঘটবে যত কাণ্ড। ট্রেলারেই বোঝা গিয়েছিল পৃথিবীর (ভিকি কৌশল) আশেপাশেই ঘুরছে কেউ না কেউ। কিন্তু কারোকে দেখা যাচ্ছে না।

কিন্তু একটা স্পিরিট কাজ করে চলেছে অনবরত। সমুদ্র গহ্বরে হারিয়ে যাওয়া একটি জাহাজ হঠাতই ফিরে এলে ঘটতে থাকে অস্বাভাবিক সব কাণ্ড।

ভিকিকে এখানে দেখা যাবে সি বার্ড শিপের সার্ভিং অফিসার হিসেবে। এর আগে ‘উড়িঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার আরও একটা ধামাকা তিনি আনতে চলেছেন তা আশা করা বাতুলতা নয়।
আরও পড়ুনঃ সিনেমহলের নজর কাড়ল ‘ক্রাউন উড’-এর প্রথম গালা অনুষ্ঠান

কলকাতার ফুচকা আর নলেন গুড়ের রসগোল্লা বিশেষ পছন্দের- জানিয়েছেন ভিকি স্বয়ং। এ ছাড়াও শুটিং-এর বহু অভিজ্ঞতা তিনি ভাগ করে নিলেন কলকাতাবাসীর সঙ্গে।
শুটিং চলাকালীন নাকি ভূতের ভয়ও পেয়েছেন তিনি! কলকাতাবাসীর উদ্দেশ্যে এদিন অভিনেতা বাংলায় বলেন,”আমি তোমাদের ভালোবাসি।”
করণ জোহরের প্রোডাকশন হাউজ ‘ধর্মা প্রোডাকশনের তরফে আসছে এই হরর জঁরের ছবিটি। করণ জোহরের সঙ্গে এই জার্নিতে শামিল হয়েছেন অপূর্ব মেহতা এবং শশাঙ্ক খৈতান। ২১ ফেব্রুয়ারি দর্শক দরবারে আসছে ‘ভূত পার্ট ১ঃ দ্য হন্টেড শিপ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584