হাসাপাতালের ভগ্নদশা ঘর পরিদর্শন পূর্ত দপ্তরের

0
66

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ 

মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ এস জি হাসপাতালের মধ্যে অকেজো হয়ে দীর্ঘদিন পরে থাকা ঘরগুলো পরিদর্শন করলেন রাজ্য পূর্ত দপ্তর উত্তরবঙ্গের মুখ্য বাস্তুকার সৌমিত্র কুমার মাইতি।সৌমিত্র বাবুর নেতৃত্বে ছয় সদস্যের বিশেষজ্ঞ দল হাসপাতালের ভেতরে থাকা দীর্ঘদিনের অকেজো ঘরগুলো পর্যবেক্ষণ করলেন।কালিয়াগঞ্জের পৌরপতি যিনি হাসপাতালের রোগী কল্যান সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্তিক পালকে সঙ্গে নিয়ে।পর্যবেক্ষণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমিত্র কুমার মাইতি বলেন কালিয়াগঞ্জ এস জি হাসপাতালের দীর্ঘ দিনের অকেজো ঘর গুলি নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে।সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এস জি হাসপাতালের সমস্ত অকেজো ঘরগুলি পরিদর্শন করলাম।অবস্থা খুবই খারাপ।আমরা আমাদের পরিদর্শনের রিপোর্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেব।কালিয়াগঞ্জ এস জি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কার্তিক পাল বলেন তিনি রোগী কল্যাণ সমিতির সগৌরমানের দায়িত্ব পাবার পর এই অকেজো ঘরগুলো অযথা প্রচুর গুরুত্বপূর্ণ জমি দখল করে অসুবিধা সৃষ্টি ঝরছে। তাই এগুলিকে অবিলম্বে ড্যামেজ ঘোষণা করবার ব্যবস্থা করা হোক বলে পূর্ত দপ্তরকে জানিয়ে ছিলাম যাচ্ছিলাম।আজ পূর্ত দপ্তর দেখে গেলেন।যথা সময়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে তিনি মনে করেন।পূর্ত দপ্তরের বিশেষজ্ঞের সাথে উপস্থিত ছিলেন এস জি হাসপাতালের সুপার প্রকাশ রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here