নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ রেল হাসপাতালে এক রোগীর করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালের দুটি ওয়ার্ড বন্ধের সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার ছিলো সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন। এই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ছুটি দিয়ে দেয় মালদহ রেল হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রোগীরা। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় মেল সার্জিক্যাল ওয়ার্ড এবং মেল মেডিকেল ওয়ার্ড বন্ধ রাখা হয়।
স্যানিটাইজ করা হয় গোটা হাসপাতাল। করোনা আক্রান্ত রোগীকে পাঠানো হয় কোভিড হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার রাতে এক রোগী শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রেল হাসপাতালে ভর্তি হন। দুই দিন আগে তিনি তার লালারস পরীক্ষা করান।
আরও পড়ুনঃ টানা ১১ দিন ধরে অবস্থান বিক্ষোভ ছাত্রছাত্রীদের
শনিবার তার রিপোর্ট করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি ভর্তি ছিলেন রেল হাসপাতালের মেল ওয়ার্ডে। মেল মেডিকেল ওয়ার্ড এবং মেল সার্জিক্যাল পাশাপাশি থাকার কারণে দুইটি ওয়ার্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584