হাসপাতাল থেকে কোনও অবস্থাতেই রোগী ফেরানো যাবে নাঃ স্বাস্থ্য দফতর

0
43

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যের হাসপাতালগুলি থেকে রোগী যাতে কোনওমতেই না ফেরানো হয়, তা নিয়ে বারবারই বলেছেন মুখ্যমন্ত্রী। এটাও বলা হয়েছে, একান্তই হাসপাতালে বেড না থাকলে ওই হাসপাতালের অ্যাম্বুল্যান্স দিয়ে অন্য হাসপাতালে পাঠাতে হবে। তারপরেও নিয়মিত ঘটনার মতই বুধবার সকালে ফিরিয়ে দেওয়ার কারণে গড়িয়াহাটে অটোয় সন্তান প্রসব হয় এক মহিলার। সেই ঘটনার পরেই এবার ২৪ ঘন্টার মধ্যেই স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, হাসপাতাল কোনও শর্তেই রোগীকে ফেরাতে পারবে না।

Hospital | newsfront.co
প্রতীকী চিত্র

বৃহস্পতিবারের এই নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রের তরফে ২৮ এপ্রিল একটি বিবৃতিতে রাজ্যগুলিকে জানানো হয়েছে, স্বাস্থ্যপরিষেবায় তৎপরতা বাড়াতে, যাতে রোগীরা দ্রুত চিকিৎসা পান এবং চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন। সেটা মেনেই রাজ্য স্বাস্থ্য দফতরেরও নির্দেশ, সরকারি বা বেসরকারি কোনও হাসপাতাল থেকেই কোনও অবস্থাতেই রোগীকে ফেরানো চলবে না। রোগীকে কোনও চিকিৎসা পরিষেবা দেওয়ার বা ভর্তি নেওয়ার ক্ষেত্রে সরকারি অনুমোদন দরকার নেই। এমনকি আইসিএমআরের গাইডলাইন অনুযায়ী করোনা পরীক্ষার জন্যও রাজ্যের কোনও কোনও ছাড়পত্র লাগবে না।

আরও পড়ুনঃ পিয়ারলেস হাসপাতালে পিপিই স্যুট পরেও করোনা পজিটিভ ৫ চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীর

এদিন মুখ্যসচিব জানান, করোনা চিকিৎসার জন্যে সরকারি হাসপাতালগুলিতে মোট বেড রয়েছে ৭৯০টি। মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে ৫১ টা বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করেছে সরকার। সেখানে বিনামূল্যেই চিকিৎসা পাচ্ছেন রোগীরা। এর পরেই বাকি নার্সিংহোমগুলিকেও কাজ চালু রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বাচ্চাদের টিকাকরণ বন্ধ রাখা যাবে না। ডায়ালিসিস চাই। গর্ভবতী মহিলাদের ঘোরানো যাবে না। সামাজিক দূরত্বের শর্ত মেনে চিকিৎসকরাও ক্লিনিকে রোগী দেখা শুরু করতে পারেন।’

মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ ছিল বুধবার গড়িয়াহাট ঘটনার দিকেই। এই ঘটনায় যে তিনি যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন, তা তিনি ঘনিষ্ঠ মহলেও ব্যক্ত করেছেন। করোনা মহামারীর কারণে অন্যান্য রোগীদের যাতে সমস্যা না বাড়ে, আপাতত সেটাই নিশ্চিত করা লক্ষ্য প্রশাসনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here