পিপিই বাবদ রোগীর পরিবারের কাছে ১ লক্ষ ৮৪ হাজার টাকা আদায়!

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা আক্রান্ত বৃদ্ধের চিকিৎসা করতে গিয়ে অস্বাভাবিক মূল্যে পিপিই কিটের বিল করার অভিযোগ উঠল ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ, পিপিই বাবদ আদায় ১ লক্ষ ৮৪ হাজার টাকা বিল নেওয়া হয়েছিল ওই বৃদ্ধের পরিবারের কাছে। রোগীকে ছাড়ানোর জন্য তখন বিল মিটিয়ে দিতে বাধ্য হলেও ক্ষুব্ধ রোগীর পরিজন অভিযোগ দায়ের করেন স্বাস্থ্য কমিশনে। আর তার পর স্বাস্থ্য কমিশনের নির্দেশেই বেশির ভাগ টাকাটাই ফিরিয়ে দেয় হাসপাতাল। টাকা ফেরত পাওয়ার পর অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে ওই রোগীর পরিবার।

Covid warriors | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা ৮৬ বছরের এক ভদ্রলোক করোনা আক্রান্ত হয়েছিলেন। ১৬ মার্চ তাঁকে ভর্তি করা হয়েছিল ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে। তবে চিকিৎসার মোট বিল যা হয়েছিল, তার সঙ্গে ১ লক্ষ ৮৪ হাজার টাকা পিপিই কিটের খরচ বাবদ নগদে রোগীর পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।

স্বাস্থ্য কমিশনে লিখিত অভিযোগ করেন ওই ব্যক্তির পরিবার। স্বাস্থ্য কমিশনে শুনানি চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ১ লক্ষ ৪০ হাজার টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয় ওই রোগীর পরিজনদের। তাঁরা প্রস্তাব গ্রহণ করেন। লিখিত অভিযোগও প্রত্যাহার করে নেওয়া হয়।

আরও পড়ুনঃ ভয়ের কিছু নেই, মাত্র ৫% রোগী আশঙ্কাজনকঃ মুখ্যমন্ত্রী

অভিযোগ প্রত্যাহারের পর মামলাটি খারিজ করে দেওয়া হয়। স্বাস্থ্য কমিশন সূত্রে দাবি, তাদের হস্তক্ষেপে এই প্রথম পিপিই কিট সংক্রান্ত কোনও অভিযোগের নিষ্পত্তি হল। আরও একটি অভিযোগ সম্প্রতি এসেছে কমিশনের কাছে । করোনা পরিস্থিতিতে এই প্রথম বিদেশ থেকে অভিযোগ জমা পড়েছে । সুইডেন থেকে এক রোগীর মেয়ে হোয়াটসঅ্যাপে কমিশনে অভিযোগ দায়ের করেন ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে। ১৫ লক্ষ টাকা বিল নেওয়ার অভিযোগ করেছেন তিনি। অভিযোগ খতিয়ে দেখছে কমিশন।

আরও পড়ুনঃ অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভেঙে অক্সিজেনের নল ছিঁড়ে মর্মান্তিক মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধের

জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অস্বাভাবিক বিল নেওয়ার অভিযোগ উঠছে। তাই খুব দ্রুত যাতে করোনা পরিস্থিতিতে কোনও রোগী বা রোগীর পরিবার অভিযোগ জানাতে পারেন, তার জন্য রাজ্য স্বাস্থ্য কমিশন একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করছে। যেখানে সরাসরি অভিযোগ করা যাবে। খুব শীঘ্রই সেই নম্বর জানিয়ে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here