নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এতদিন অন্য করোনা রুগীদের সুস্থ করে বাড়ি পাঠাতেন তিনি। এবার নিজেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রায়গঞ্জ কোভিড হাসপাতালের সুপার ডাঃ দিলীপ গুপ্তা। রায়গঞ্জে কোভিড হাসপাতাল শুরুর পর থেকেই নার্সিং সুপারেনটেন্ড বাপি বিশ্বাস, সুপার ডাঃ দিলীপ গুপ্তা, ফার্মাসিস্ট নুরজামান রহমান সেখানে কর্মরত ছিলেন।
৫৪২ জন করোনা সংক্রমিত রোগীকে সুস্থ করে বাড়ি ফেরানোর পরেই সংক্রমিত হন কোভিড হাসপাতাল সুপার ডাঃ দিলীপকুমার গুপ্তা, নার্সিং সুপারেনটেন্ড ও ফার্মাসিস্ট। ডাক্তার নার্সদের যাবতীয় দায়িত্ব সামলাতেন এরা। দিন কয়েক আগে করোনা সংক্রমিত হয়ে ভর্তি হয়েছিলেন ৩ জন।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
তাঁদের মধ্যে নার্সিং সুপারেনটেন্ড বাপি বিশ্বাস ও ফার্মাসিস্ট নুরজামান রহমান আগেই সুস্থ হয়েছিলেন। এবার সুস্থ হলেন কোভিড হাসপাতালের সুপার ডাঃ দিলীপ গুপ্তা। গতকাল মোট ৬ জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে বাড়ি ফেরানো হয়।
রাত দশটা নাগাদ ফুলের তোড়া দিয়ে ও গলায় মালা পরিয়ে তাঁদের সংবর্ধনা জানান কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি পায়েস ও মাংস ভাত সহ এলাহি খাবারের আয়োজনও করা হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584