পিয়ালী দাস, বীরভূমঃ
রোগীকে বাঁচাতে এগিয়ে এলেন খোদ হাসপাতাল সুপার।রক্ত দিয়ে প্রান বাঁচালেন রোগীর। অবাক করা সরকারি অফিসারের এই মানবিক মুখ দেখা গেল বোলপুর মহকুমা হাসপাতালে।
জানা গিয়েছে , হাসপাতালে গতকাল প্রসব হয় হেলেনা বিবি নামে এক গৃহবধূর। সকালে প্রসবের পর সুস্থ ছিলো মা, কিন্তু দুপুর গড়াতেই বদলাই পরিস্থিতি অতিরিক্ত রক্ত ক্ষরন শুরু হয় রোগীর। প্রয়োজন পরে O+ রক্তের। কিন্ত, রক্তের সঙ্কট দেখা দেয়। ব্লাড ব্যাঙ্কেও নেই রক্ত। রোগীর পরিবার যখন হন্যে হয়ে রক্তের জন্যে দৌড়াচ্ছে, ঠিক তখনই ঘটনার কথা জানতে পেরে এগিয়ে আসেন বোলপুর মহকুমা হাসপাতাল সুপার অমিত মজুমদার।
নিজে গিয়ে রোগীকে রক্ত দেন। আর শুধু সুপার নন, সুপারের কথায় এক লিফট ম্যান রথীন্দ্রনাথ বেরা দাস রক্ত দেন। আর এই দৃশ্য দেখে কার্যত হতবাক হয়ে যায় অনান্য রোগী ও তাদের আত্মীয়রা। হেলেনা বিবি জানান, উনি রক্ত না দিলে আমার সন্তান মা হারা হত, উনি আমার কাছে ভগবান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584