পিয়ালী দাস, বীরভূমঃ
বাড়িতে সাপের ছোবল খাওয়ার পর সাপকে কলসিতে ভরে নিয়ে সোজা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি শহরের বারুইপাড়াতে। সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন যুবক। ঘটনায় চাঞ্চল্য সিউড়ি হাসপাতালে। যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল। সাপটিকেও উদ্ধার করা হয়েছে।
অভিজিৎ মাল(২১),বীরভূম মহাবিদ্যালয়ের ছাত্র সে ।এদিন সকালে নিজের বাড়িতেই গোখরো সাপের ছোবল খায়। তাদের একটি ঘরে অভিজিৎ খাওয়ার জন্য মুড়ি বের করতে গিয়েছিল। ঠিক সেই সময় ড্রাম থেকে মুড়ি বের করতে গিয়ে একটি মাঝ বয়স্ক গোখরো সাপ তাকে ছোবল মারে। ইতিমধ্যেই পরিবারের লোকজন সেই সাপটিকে কলসিতে ভরে কাপড় দিয়ে মুখ বন্ধ করে দেয়। অভিজিৎ কে সঙ্গে সঙ্গেই সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সঙ্গে কলসিতে ভরা সাপ টি কেও। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা সাময়িক আতঙ্কিত হয়ে পড়ে। তারা অভিজিতের চিকিৎসা শুরু করেন। অন্যদিকে সাপটির জন্য বনদপ্তরের খবর দেওয়া হয়। স্থানীয় সর্প বিশেষজ্ঞ হিসেবে খ্যাত শিক্ষক দীনবন্ধু বিশ্বাস আসেন হাসপাতালে। তিনি সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে অভিজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল।তবে ঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ার জন্য সে বিপদমুক্ত বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584