করোনা আতঙ্কের জেরে বন্ধ হস্টেল ও ক্যান্টিন, বিপাকে বিদেশি পড়ুয়ারা

0
46

সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ

করোনা আতঙ্কের জেরে বিপাকে পড়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুরের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদেশি পড়ুয়ারা।সোমবার থেকে বন্ধ করে দেওয়া হল কলেজ। এমনকি বন্ধ রাখা হল হস্টেলও।

NIT college | newsfront.co
করোনা জেরে বন্ধ টেকনোলজি কলেজ। নিজস্ব চিত্র

তবে হস্টেলে থাকার ক্ষেত্রে বিদেশি পড়ুয়াদের ছাড় দেওয়া হয়েছে। এদিকে কলেজ বন্ধ থাকার জন্য বন্ধ রাখা হয়েছে ক্যান্টিনও। তাই কোথায় খাবার খাবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন বিদেশি পড়ুয়ারা।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কে বাতিল পশ্চিমবঙ্গ বডি বিল্ডিং প্রতিযোগিতা

জানা যায়, এনআইটি তরফ থেকে এক নোটিশ জারি করা হয়। সেই নোটিশে আগামী ৩১শে মার্চ পর্যন্ত কলেজ বন্ধ রাখা হবে বলে জানানো হয়। দেশীয় পড়ুয়াদের ক্ষেত্রে হস্টেল ছাড়ার নির্দেশ থাকলেও বিদেশী পড়ুয়াদের ক্ষেত্রে তাদের ছাড় দেওয়া হয়েছে।

মূলত, ভিসা সংক্রান্ত কারণেই এই ছাড়। বলা হচ্ছে, বর্তমানে ভিসা বন্ধ। তারপরেও যদি পড়ুয়ারা নিজের দেশে ফিরে যান সে ক্ষেত্রে ১৫ এপ্রিলের আগে এখানে ফিরতে পারবেন না। তাছাড়া দুই দেশেই স্বাস্থ্য পরীক্ষা করে, পড়ুয়াদের নিজেদের দেশে ফেরানো হবে।

সুতরাং দীর্ঘকালীন বন্ধ হয়ে যাবে পঠন-পাঠন। তবে এনআইটি তরফ থেকে জানানো হচ্ছে, গেস্টহাউস থেকে খাবার সরবরাহ করা হবে এবং পড়ুয়াদের সংখ্যা বেশি হলে অস্থায়ী কোন ভেণ্ডারের কাছ থেকে খাবার আনার ব্যবস্থা করা হবে। সুতরাং বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here