শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
তীব্র দাবদাহের প্রভাবে নাজেহাল দক্ষিন দিনাজপুর জেলাবাসী।দাবদাহের প্রভাবে দক্ষিণ দিনাজপুর জেলার অস্থির জনজীবন।আগামী কয়েকদিন একইভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেই আবহাওয়া দপ্তর সুত্রে খবর।
জানাগেছে, দিন কয়েক আগেই তীব্র গরমে হাঁসাফাঁস অবস্থা ছিল দক্ষিন দিনাজপুর জেলায়।তবে দেশের বিভিন্ন প্রান্তের মত ফনী’র প্রভাব এসে পরে এখানেও।মাঝারি বৃষ্টিপাত ও জোর হাওয়ায় দাপটে গরমের তীব্রতা একেবারেই নেমে পরে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে,গরমে হাসফাঁস শহরবাসীর
গত শনিবার বিকেল থেকে স্বাভাবিক আবহাওয়া শুরু হয় এখানে। কিন্তু একদিন যেতে না যেতেই তাপমাত্রার পারদ চড়তে থাকে।সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস শুষ্ক তাপপ্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পরে সোমবার বেলা বাড়ার সাথে সাথে।খুব প্রয়োজন ছাড়া দিনভর বইতে থাকা লু’ এর কারণে বাইরে কম বেরতে দেখা যাচ্ছে মানুষজন।
দাবদাহের সাথে পাল্লা দিয়ে দাম বৃদ্ধি হয় ডাবের জল,আঁখ এবং তরমুজ জাতীয় ফলের।২০ টাকা মূল্যের ডাবের দাম এদিন পৌঁছায় ৩০ থেকে ৪০ টাকাতে।আঁখের দামও দ্বিগুন আকার নেয়।১৫ টাকা কিলোদরের তরমুজের দাম গিয়ে পৌঁছায় ২৫ টাকাতে।আবহাওয়া দফতর সূত্রে জানা যায় আগামী কয়েকদিন একইভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584