নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মহামারি করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে চলছে আতঙ্কের পরিবেশ ৷রাজ্য স্বাস্থ্য দফতর থেকে শুরু করে রাজ্য প্রশাসনের তরফেও ইতিমধ্যেই এই মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় কার্যত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আর এই লকডাউনের ফলে বন্ধ সমস্ত দোকানপাট থেকে শুরু করে স্কুল কলেজ ৷ ফলে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেক দুঃস্থ পরিবারকে ৷ লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর দোকানপাট খুললেও বেচাকেনা নেই বললেই চলে, এই পরিস্থিতিতে আরো বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে এলাকার দরিদ্র পরিবারগুলির ৷
আরও পড়ুনঃ মাদলের তালে শেষ হল করম বিসর্জন
এই পরিস্থিতিতে এলাকার দুঃস্থ পরিবারগুলি র কথা মাথায় রেখে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বাসিন্দা শ্যামা প্রসাদ মাইতি ৷এলাকার ভবঘুরে থেকে শুরু করে দুঃস্থ পরিবারগুলির জন্য খুলে দেওয়া হলো লঙ্গরখানা ৷
আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে পালিত হল মহরম
জানা গিয়েছে শ্যামাপ্রসাদ বাবুর ডেবরা এলাকায় নিজের হোটেল রয়েছে৷ কিন্তু এলাকার বহু হোটেল খোলা থাকলেও এইরকম সহৃদয় ভাবে এলাকার ভবঘুরে থেকে দুঃস্থ পরিবারের কথা কেউ ভাবে নি ৷ তবে গত ৫ মাস ধরে এই ভবঘুরে ও এলাকার দুঃস্থ ব্যক্তিদের মুখে অন্ন তুলে দিচ্ছেন শ্যামাপ্রসাদ বাবু ৷
যা দেখে আপ্লুত হয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে এলাকার বিভিন্ন সমাজসেবী মানুষেরা। জানা গিয়েছে গত ৫ মাস ধরেই চলছে এই রকম কর্মসূচি। দুমুঠো অন্ন পেয়ে যথেষ্ট খুশি এলাকার ভবঘুরে থেকে শুরু করে দুঃস্থ পরিবার গুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584