সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
মাদক খাইয়ে চলন্ত বাস থেকে সর্বস্ব লুঠ। কাজ থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে মাদক মিশ্রিত বিস্কুট খাইয়ে সর্বস্ব লুঠ বিষ্ণুপুরের হোটেল কর্মীর। অসুস্থ অবস্থায় আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।
বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা। দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার মেস্তাখালি এলাকার বাসিন্দা বছর তেইশের বাবলু মল্লিক, বীরভূম জেলায় এক হোটেলের কর্মচারী।
আরও পড়ুনঃ সাইবার ক্রাইম অপরাধে গ্রেফতার কলেজ ছাত্র
বাবলুর দাবি, কয়েক মাস পর এদিন বীরভূম থেকে বাড়ি ফেরার পথে, ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার গামি বাসে ওঠেন তিনি। মাঝরাস্তায় তিনি জ্ঞান হারায়। তার সাথে থাকা নগদ ২৫হাজার টাকা, দামি মোবাইল সহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুঠ করে নেওয়ার অভিযোগ।
তারপরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে আমতলায় ঠেলে নামিয়ে দেওয়া হয় বলে মনে করছে বাবলুর। যদিও বাবলুর দাবি, বাসের এক অপরিচিত সহযাত্রী তার সাথে যেচে আলাপ করতে আসেন। শুধু তাই নয় ওই সহযাত্রীর দেওয়া দুটি বিস্কুট খান বাবলু।
তারপর থেকেই ধীরে ধীরে অসুস্থ বোধ করেন তিনি। তার অনুমান, ওই অপরিচিত আগন্তুকই চলন্ত বাসে তাকে মাদক মিশ্রিত বিস্কুট খাইয়ে তার সাথে থাকা নগদ টাকা মোবাইল সহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুঠ করেন। যদিও বিষ্ণুপুর থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করেন যুবকের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584