মালদায় আবাস বিতরণ দিবস পালন

0
49

হরষিত সিং, মালদা, ২৯ জানুয়ারি : জেলা প্রশাসনের উদ্যোগে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে বাংলার আবাস বিতরণ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, অতিরিক্ত জেলা শাসক মলয় মুখোপাধ্যায়, ইংরেজ বাজার ব্লকের বিডিও দেবর্ষি মুখোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা।

শংসাপত্র বিতরণ

প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সভাধিপতি সরলা মুর্মু ও জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। গৃহহীনদের আবাস তৈরির জন্য প্রথম পর্যায়ে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন সারা রাজ্যে প্রায় পাঁচ লক্ষ্য গৃহহীনদের হাতে এক লক্ষ্য কুড়ি হাজার টাকা প্রদান করা হয়। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই অনুষ্ঠানের সুচনা করেন। মালদা জেলা থেকে পঞ্চাশ জন আবেদনকারী সেখানে যান এবং শংসাপত্র গ্রহন করেন। মঞ্চে বড় প্রজেক্টরের মাধ্যমে কলকাতার অনুষ্ঠান সরাসরি দেখানো হয় প্রেক্ষাগৃহে উপস্থিত আবেদনকারীদের।
গৃহহীনদের চার বারে আর্থিক সাহায্য ব্যাঙ্কের মাধ্যমে প্রদান করা হবে গৃহহীনদের। অর্থ নিয়ে বাড়ি তৈরি না করলে কঠোর ব্যবস্থাও নিতে পারে প্রশাসন বলে উল্লেখ করা হয় এই অনুষ্ঠানে এদিন। তাছাড়াও প্রশাসনের পক্ষ থেকে দালাল থেকেও সাবধান থাকতে বলা হয় গৃহ প্রাপকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here