রষড়াতে আগুনে ভষ্মীভূত বাড়ি

0
19

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার রষড়াতে আগুনে পুড়ে ভস্মীভূত হল একটি বাড়ি। জানা গেছে, রষড়ার অঞ্জন কুমার দাস নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল রাত্রি প্রায় আটটা নাগাদ আগুন লাগে। বাড়ির পাশে প্রতিবেশিরা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ছাদের উপরের দিকে আগুন লাগায় এলাকাবাসীরা জল দিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেও বিফল হন।

House burned in fire
ভষ্ম হয়ে গেছে সব। নিজস্ব চিত্র

এরপর খবর দেওয়া হয় খড়্গপুরের দমকল বিভাগে ও স্থানীয় পুলিশ প্রশাসনে। ঘন্টাখানেক পর দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে ঘরের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। অঞ্জন কুমার দাস বাবু জানান, “আমরা বাড়ির মধ্যেই ছিলাম প্রতিবেশিরা আগুন দেখে চিৎকার-চেঁচামেচি করলে আমরা জানতে পারি। কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছিনা। তবে মনে হচ্ছে ছাদের উপর দিয়ে আমাদের একটি বিদ্যুতের লাইন রয়েছে। ওই বিদ্যুতের কারণে এ ঘটনা ঘটতে পারে। প্রতিবেশিরা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। পরে আগুন বেড়ে যাওয়ায় দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

House burned in fire
নিজস্ব চিত্র

অঞ্জন বাবুর ভাইয়ের স্ত্রী মিনু দাসের বক্তব্য, “আগুন সম্ভবত বিদ্যুতের কারণেই লেগেছে। আমরা সবাই বাড়ির ভেতরে ছিলাম। প্রতিবেশিদের চিৎকার-চেঁচামেচিতে জানতে পারি। বাড়ির সব কিছুই প্রায় পুড়ে গিয়েছে। আমাদের বাড়ির ছেলে ছেলেমেয়েদের পড়াশোনার বইপত্র পুড়ে গিয়েছে। অঞ্জন বাবুর এক ছেলে এ বছর উচ্চমাধ্যমিকে পড়ছে। তার বই খাতা ও সব পুড়ে গিয়েছে। এখন কি করবো আমরা বুঝতে পারছিনা।”

সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অঞ্জন বাবু ও তার পরিবার ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here