গৃহবধূ খুনে জনতার রোষে জ্বলল অভিযুক্ত স্বামীর বাড়ি

0
23

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার না করায় অভিযুক্তর বাড়িতে আগুন লাগিয়ে চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর।

suspect husband house burned | newsfront.co
আগ্নিকান্ড। নিজস্ব চিত্র

বুধবার রাত্রে রঘুনাথগঞ্জের থানার রঘুনাথপুরের গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার ঘটনার জেরে পুলিশি পদক্ষেপ গ্রহণ না করার প্রতিবাদে ওই গৃহবধূর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার না করার ফলে ঘরবাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় এবং অভিযুক্ত স্বামী চেয়ারম্যানের ছত্রছায়ায় রয়েছে বলে থানায় কোন অভিযোগ নেইনি চেয়ারম্যানের কথায়।

suspect husband house burned | newsfront.co
মোজাহারুল ইসলাম, আক্রান্ত পুরপিতা। নিজস্ব চিত্র

তাই পুরসভার চেয়ারম্যানের বাড়ির বেশ কিছু জিনিস ভাঙচুর করে এলাকার ক্ষিপ্ত জনতা৷ তারপর তারা এলাকার প্রধান সড়কও অবরোধ করে।

আরও পড়ুনঃ গৃহবধূকে শ্বাসরোধ করে খুন, পলাতক অভিযুক্ত স্বামী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জের রঘুনাথপুরের বড়বাগান ফুটবল মাঠপাড়ার এক গৃহবধূ রুমা বিবিকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে গৃহবধূর স্বামী রাজু শেখ ও প্রথম পক্ষের স্ত্রীর বিরুদ্ধে। কিন্তু এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানার অভিযোগ জমা নেয়নি বলে অভিযোগ পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করে।

মৃত গৃহবধূর দাদা মুন্না শেখ বলেন, থানায় অভিযোগ নেয়নি, অপরাধীও ধরা পড়লোনা। ফলে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাজুর ঘরবাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় দমকল একটি ইঞ্জিল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং জঙ্গিপুর পুরসভা চেয়ারম্যানের বাড়িতেও হামাল চালায়।

কারণ চেয়ারম্যান এই ঘটনায় অভিযুক্তের হয়ে থানায় প্রভাব খাটিয়েছে বলে অভিযোগ। এ ব্যাপারে জঙ্গীপুর পুরসভার চেয়ারম্যানকে ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি ফোনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here