নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর সবংয়ের দাঁদরা ৩নং অঞ্চলে দন্ডরা গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটি মাটির বাড়ি।যেখানে মাটির তলায় চাপা পড়ে আহত হন পরিবারের ৪ সদস্য।এছাড়াও মাটি চাপা পড়ে পোষ্য একটি গরুর মৃত্যু হয়েছে।
বাবলু নায়েক নামের ব্যক্তির বাড়িটি প্রায় ৩৫ বছরের পুরানো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।তাঁরা জানান,রাতে বাড়িতে রান্না করার সময় হটাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। প্রসঙ্গতঃ গত মঙ্গলবার এই সবং থানার বাটিটাকি এলাকায় হরিপদ জানার বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছিল রবীন মাইতি নামের এক শ্রমিকের।তার আগে গত ২৯ সেপ্টেম্বর সকালে পিংলা থানার ৬নং খিরাই এর সুরতচক এলাকায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় নিমাই মাইতি এবং হরিপদ সামন্ত নামে দুই ব্যক্তির।এভাবে একের পর এক বাড়ির দেওয়াল ধসে মৃত ও আহত হওয়ার ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে।কারন জেলার গ্রামাঞ্চলে এখনও বহু মাটির বাড়ি রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584