নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের জনতা পাড়ায় ভোররাতে আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে ওই বাড়ির যুবকই নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মূহুর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় গোটা বাড়িটিকে। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ মেদিনীপুর মেডিকেলে ফের বন্ধ করোনা পরীক্ষা
অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ৩৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর চন্দ্রানী মন্ডল। এরপর ওই বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন। এরপর তিনি জানিয়েছেন যে স্থানীয়দের থেকে জানতে পারি যে এই বাড়িরই যুবক নেশাগ্রস্ত অবস্থায় আগুন লাগিয়ে দেয়।
তবে স্থানীয় ও দমকলকর্মীদের প্রচেষ্টায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ওই যুবকের সুস্থতার জন্য নেশামুক্তি কেন্দ্রে পাঠানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584