কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

0
35

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কাটমানি বিক্ষোভ অব্যাহত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। গত বেশ কয়েকদিন ধরেই তৃণমূল নেতাদের কাছ থেকে কাটমানি আদায় করে চলেছে এমনই অভিযোগ করেছে নারায়ণগড় এলাকাবাসীরা।

house of tmc is cover for katmani | newsfront.co
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ।নিজস্ব চিত্র

ইতিমধ্যে বেশ কয়েকজন এলাকাবাসীর চাপে নতি স্বীকার করেছে। বেশ কিছু কাটমানির টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। বুথস্তরীয় নেতা ও কয়েকজন পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কাটমানি আদায়ের পর এবার নতুন করে অঞ্চল ও ব্লক স্তরে নেতাদের কাছ থেকে কাটমানি আদায় করতে নেমেছেন তারা।

leader of tmc | newsfront.co
রঞ্জিত বোস,অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা।নিজস্ব চিত্র

তারই কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকাল সকাল নারায়ণগড়ের কাঁটা গেড়িয়াতে বহু বিতর্কিত নেতা রঞ্জিত বোসের বাড়ি ঘেরাও করল এলাকাবাসীরা। যদিও এই ঘেরাওয়ের আঁচ পেয়ে আগে থেকেই ঘর ছাড়েন তিনি।

আরও পড়ুনঃ কাটমানির ফেরতের দাবিতে প্রাক্তন প্রধানের বাড়ি ঘেরাও

ঘেরাও।নিজস্ব চিত্র

বাড়িতে আগাম পুলিশ পাহারার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। যদিও এলাকাবাসীরা এর জন্য পিছুপা হয়নি। তারা তাদের কাটমানি আদায়ের জন্য বিক্ষোভ দেখাতে থাকেন।

দাবি।নিজস্ব চিত্র

প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে নারায়ণগড়ের মকরামপুরে তৃণমূল পার্টি অফিসের বিস্ফোরণের ঘটনায় নাম জড়ায় এই বহুল বিতর্কিত নেতা রঞ্জিত বোসের। এছাড়াও নারায়ণগড়ের সুপ্রিম কারখানায় শ্রমিকদের কাছ থেকে তোলা আদায় সহ কারখানায় কাজ পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠে আসছে বহুদিন থেকে। এর জন্য বহুবার আন্দোলন হয়েছে। তবে এর কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

এবার এলাকাবাসীরা তাদের দাবি আদায়ে নিজেরাই সচেষ্ট হলেন । কাটমানি আদায়ের জন্য মঙ্গলবার রঞ্জিত বোসের বাড়ি ঘেরাও করে তারা।

এলাকাবাসীদের দাবি আমরা আমাদের প্রাপ্য ন্যায্য টাকার ফেরত চাই না হলে আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলনে যাব। যতদিন না আমরা আমাদের প্রাপ্য টাকা পাচ্ছি ততদিন এই আন্দোলন চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here