গৃহশিক্ষক কল্যান সমিতির গণডেপুটেশন

0
157

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

house teacher welfare association
নিজস্ব চিত্র
house teacher welfare association
নিজস্ব চিত্র

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করার বিরুদ্ধে সোমবার গৃহশিক্ষক কল্যান সমিতির পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ইউনিট বি.ডি.ও. , শিক্ষা কর্মাধ্যক্ষের কাছে ডেপুটেশন দেয় ৷ এদিন সমিতির প্রায় ২৫০ জন গৃহশিক্ষক সভা এবং ডেপুটেশনে উপস্থিত হয়।সমিতির জেলা সভাপতি অমর ঘোষ বলেন,”শিক্ষার আইন অনুযায়ী কোনো স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না।কিন্তু কতিপয় স্কুল শিক্ষক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং প্রাক্টিক্যালে নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে ছাত্র-ছাত্রীদের তাদের কাছে টিউশন পড়তে বাধ্য করছেন।আর স্কুলে ঠিক মতো ক্লাস না করিয়ে ফেসবুক, হোয়াটস আপ করে সময় কাটাচ্ছেন ৷ আমরা চাই শিক্ষার সঠিক মানোন্নয়োন৷” কয়েকদিন আগে গড়বেতা-৩ বিডিও অফিসে জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডির উপস্থিতিতে বিডিও,এস.আই,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং গড়বেতা-৩ এর সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বিষয়ে মিটিং হয়।সেখানে জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দেন,সমস্ত স্কুল শিক্ষককে আইনের মান্যতা দিয়ে প্রাইভেট টিউশন বন্ধ করতে হবে।

house teacher welfare association
নিজস্ব চিত্র

আরও পড়ুন: কন্যাশ্রীদের স্বনির্ভরতার লক্ষ্যে রঙিন মাছ চাষের প্রশিক্ষন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here