মনিরুল হক কোচবিহারঃ
চাঁদা না দেওয়ার বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা পৌরসভার ২নং ওয়ার্ডের বডিং পাড়া মাঠ সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, কিছু দিন আগে ওই এলাকায় একটি শিব মন্দির তৈরি করেছে। কিন্তু সেখানে ওই দুষ্কৃতীরা সারা দিন মদ-গাঁজা খেয়ে আড্ডা দেয়।হঠাৎ করে বিনোদ রায়ের বাড়িতে গিয়ে পঁচিশ হাজার টাকা চাঁদা হিসেব দাবী করেন।কিন্তু তিনি কর্ম সুত্রে শিলিগুড়িতে থাকায় তার স্ত্রী চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদের বাড়িতে আজ সন্ধ্যা বেলা গিয়ে বাড়ি ঘর ভাঙচুর করেন। স্থানীয় লোকজন তাদের চিৎকার শুনে ছুটে আসতেই ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজনের অভিযোগ,ওই মন্দিরের সামনে যে তিনজন বাপ্পা বর্মণ,প্রদীপ বর্মণ ও মাধব বর্মণ সব সময় মদ-গাঁজা খেয়ে মাতলাম করেন।তারা এই ঘটনা ঘটিয়েছে।
পরিবারে এক সদস্যা গীতা রায় বলেন,“ওরা নাকি একটি শিব মন্দির তৈরি করেছে তার জন্য পঁচিশ হাজার টাকা চাঁদা দিতে হবে। যেহেতু বাড়ির মালিক বাড়িতে নেই।তাই তাদের কয়েকদিন পরে আসতে বলি।কিন্তু তারা আজ হঠাৎ পঁচিশ হাজার টাকা চাঁদা দাবী করলে আমি দিতে অস্বীকার করি।তার পর তারা আমার বাড়ি ভাঙচুর করে।”
আরও পড়ুন: আছে মেলার আয়োজন,নেই সতর্কতা ভাগবৎপুর কুমীর প্রকল্প ঘিরে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584