বোনের বিয়েতে না যেতে পাড়ায় কসবায় মরণ ঝাঁপ গৃহবধূর

0
77

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

তিন মাসের দুধের বাচ্চা রয়েছে খুশবুর। তাই স্বামী রাজ কুমার গুপ্ত পরশু বোনের বিয়েতে যেতে দেয়নি খুশবুকে। আজ স্বামী ক্যাটারিং কাজের জন্য জামশেদপুর যেতে ভোর পাঁচটায় হাওড়ার উদ্দেশ্যে বের হলেই, চারতলা বাড়ির ছাদে উঠে নিচে ঝাঁপ দেয় খুসবু কুমারী গুপ্ত(২২) নামের এক গৃহবধূ।

body | newsfront.co
উদ্ধার হওয়া গৃহবধূর দেহ। নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার নস্করহাট মধ্যমপাড়ায়। জানা গেছে মাত্র এক বছর হয়েছিল লক্ষৌয়ের বাসিন্দা খুশবুর সঙ্গে বিয়ে হয়েছিল রাজের। খুশবু এই ফ্ল্যাটে স্বামী রাজ, শ্বশুর গোপাল প্রসাদ গুপ্ত ও শাশুড়ি কলাবতি দেবির সঙ্গে থাকতেন।

আরও পড়ুনঃ শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার সামশেরগঞ্জে

জানা গেছে, ছোট বাচ্চা থাকার জন্য রাজ করোনা পরিস্থিতিতে ঠাণ্ডা আবহাওয়ার জন্য খুশবুকে ছোট বোনের বিয়েতে যেতে নিষেধ করেন। তা নিয়ে খুবই মন মরা ছিল খুশবু। রাজের পরিবার জানিয়েছে, খুশবুকে পরে নিয়ে যাবার কথা বলা হয়েছিল।

আরও পড়ুনঃ রাস্তার দাবিতে, তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

কিন্তু এরকম করবে ভাবা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে কোনো খুনের অভিযোগও পাওয়া যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here