মনিরুল হক, কোচবিহারঃ
হেরিটেজের কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনিক বৈঠকে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।এদিন বিকেলে কোচবিহারের ল্যান্স ডাউন হল সংলগ্ন নবনির্মিত উৎসব অডিটোরিয়াম উদ্বোধন করে সেখানে প্রশাসনিক বৈঠক করেন তিনি।এই বৈঠকে কোচবিহারে হেরিটেজের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং-কেও দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনিক বৈঠকে বলেন, “কোচবিহার জেলা এত সুন্দর।এখানে মদন মোহন মন্দির, সাগরদিঘি, রাজবাড়ি সব কিছু আছে।দারুন সুন্দর জায়গা।লোকে বেড়াতে আসতে পারে।এখানকার পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে হবে।” এদিনের এই বৈঠকে মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এদিন জেলা প্রশাসনের আধিকারিকদের থেকে কোচবিহারের বিভিন্ন সরকারি কাজের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি হেরিটেজের কাজ কতদূর এগোল তা জানতে চান তিনি।এই বিষয়ে দায়িত্বে থাকা আধিকারিক জানান, তিনটি দপ্তর মিলে এই কাজ করছে।আরবান, তথ্য এবং পর্যটন দপ্তর এর দায়িত্বে রয়েছে।ইতিমধ্যে আইআইটি খড়গপুর কাজ করছে।তাদের কাজ শেষ করতে আরও সাত মাস লাগবে।হেরিটেজের জন্য শহরে মাটির নীচ দিয়ে বৈদ্যুতিক ব্যবস্থা, অঢাকা নিকাশি নালার ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে।এই সমস্ত কাজের পর পর্যটনের কাজ পরে শুরু করা হবে বলে এদিনের প্রশাসনিক বৈঠকের থেকে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584