নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শিলিগুড়ির পূর্ব মাঝাবাড়ি এলাকায় এক গৃহবধূকে মৃত্যুর ঘটনায় তদন্তে নামল ফরেন্সিক দল। এদিন ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে এল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দুই সদস্যের ফরেন্সিক দল। এছাড়া এদিন ঘটনাস্থলে যায় ভক্তিনগর থানার আইসি সুজয় টুঙ্গা,আশিঘর ফাঁড়ির ওসি পার্থসারথি দাস প্রমুখ ।
এরপর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। প্রসঙ্গত গত রবিবার শহর শিলিগুড়ির ডাবগ্রাম ২নম্বর অঞ্চলে পূর্ব মাঝাবাড়ি এলাকায় এক গৃহবধূকে খুনের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায় । মৃত ওই গৃহবধূর নাম মামন সাহা(২০)। শনিবার রাতে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরেন ওই গৃহবধূ। এরপরের দিন সকালে মেয়ের মৃত্যুর খবর পান গৃহবধূর বাপের বাড়ির লোকজন।
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নিম্নমানের জিনিস বিতরণের প্রতিবাদে গন্ডগোল
এই খবর পেয়ে ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় বাপের বাড়ির সদস্যরা। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভক্তিনগর থানার পুলিশ ও আশিঘর ফাঁড়ির পুলিশ। যদি ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ যে খুন করা হয়েছে তাদের মেয়েকে। এই ঘটনায় ওই গৃহবধূর শ্বশুরবাড়ির বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584