নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
জাতীয় সড়কের উপর থেকে মুরগি ব্যবসায়ির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল মালদা থানার পুলিশ। রবিবার ভোরে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের উপর থেকে দেহটি উদ্ধার হয়।
পুলিশ পরিবারের লোকেদের জানায় পথ দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। তবে পরিবারের লোকেদের দাবী তাকে খুন করা হয়েছে।মৃতের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা লক্ষীপুর এক নম্বর রামপাড়া। খবর পেয়ে মালদায় ছুটে আসে পরিবারের লোকেরা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম মজিবুর রহমান(৬১)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার লক্ষীপুর এক নম্বর রামপাড়া। জানা গিয়েছে তিনি মুরগির ব্যবসা করতেন। বাড়ি থেকে মুরগি নিয়ে এসে মালদা শহরের বিভিন্ন দোকানে বিক্রি করতেন। প্রতিদিন ভোরে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরতেন। শনিবার রাতে বাড়ি ফেরেনী। রবিবার সকালে ফোন মারফৎ পরিবারের লোকেরা জানতে পারে পথ দূর্ঘটনায় মৃত্যু হয়েছে মজিবুর রহমানের। মালদা থানার পুলশ দেহটি উদ্ধার করেছে। পরিবারের লোকেরা ছুটে এসে দেহটি সনাক্ত করে।
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার
তাদের দাবী,পথদূর্ঘটনা নয় কেউ বা কারা খুন করেছে। মৃতের এক আত্মীয় জানায়,মালদার কোন এক ব্যবসায়ির কাছে প্রায় পঞ্চাশ হাজার টাকা পেত দাদা। দীর্ঘদিন ধরে টাকা দিচ্ছিলনা। তারি জেরে কেউ দাদাকে খুন করিয়েছে। মৃতদেহে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। আমরা এই বিষয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584