শ্যামল রায়, নবদ্বীপঃ
অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তেজনা। নবদ্বীপ থানার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম মঞ্জু সরকার(২৫)। বাড়ি নবদ্বীপ শহরের উপকণ্ঠ বড় আখড়ায়।

এদিন মৃতদেহটি ময়নাতন্তের জন্য নদীয়া জেলার শক্তিনগর হাসপাতাল পাঠান হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে স্বামীকে।
নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কল্লোল ঘোষ জানিয়েছে যে, জিজ্ঞাসাবাদের জন্য গোপাল সরকার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
মৃত বধূর বাবা খগেন বিশ্বাস জানিয়েছেন যে, আমাদের বাড়ি উত্তর ২৪পরগনার শ্যামনগরে।
দু’বছর আগে মেয়েকে বিয়ে দেওয়া হয় নবদ্বীপের বড় আক্রার বাসিন্দা গোপাল সরকার এর সাথে। গোপাল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট শ্রমিকের কাজ করে।
আরও পড়ুনঃ বন্যায় ভেসে গেছে নথি, আতঙ্কে মৃত্যু হরিহরপাড়ায় দাবি পরিবারের
মৃত বধুর দিদি মঞ্জু বড়ুয়া এবং কাকিমা রাধারানী বিশ্বাস জানিয়েছেন, যেভাবে মেয়েটি পুড়েছে তাতে মনে হচ্ছে এই মৃত্যু অস্বাভাবিক। বিয়ের পর থেকেই আমরা শুনে আসছিলাম মাঝেমধ্যে ছোটখাটো অশান্তি ঘটতো বাড়ির লোকেদের সাথে। বৃহস্পতিবার ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় মঞ্জু সরকারের।
যদিও গোপাল সরকার জানিয়েছেন যে, এই মৃত্যুর সাথে তারা কেউ দায়ী নয়। মানসিকভাবে হতাশা এবং রোগাগ্রস্ত থাকায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে।
যদিও মৃতের বাপের বাড়ি লোকজনেরা জানিয়েছেন যে, তাদের মেয়ে নার্ভের রোগে ভুগছিল। কিন্তু মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি।
যদিও বিয়ের সময় সোনা গহনা এবং নামিদামি আসবাবপত্র দেওয়া হয়েছিল। এই মৃত্যুর জন্য দায়ী স্বামীসহ তার বাড়ির লোক জনেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584