মোহনা বিশ্বাস, হুগলীঃ
বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর। বৈদ্যবাটির ১৩নং ওয়ার্ডের নিশীথ সেন সরণীর ঘটনা। নাম সুদীপা নন্দী(৩১)। স্বামী সুজয় নন্দী কর্মসূত্রে কাশ্মীরে থাকেন। কার্তিক পুজো উপলক্ষে গত ১৩ নভেম্বর বাড়িতে আসেন সুজয়। এদিনই বাথরুমে সুদীপার হাতে বিষাক্ত কিছু কামড়ায়। সঙ্গে সঙ্গে সুদীপার হাতের ওই অংশটি ফুলে নীল হয়ে যায়। তখনই তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান সুদীপার স্বামী সুজয়।
সুদীপার হাতে কি কামড়েছে তা বুঝতে না পেরে ওই চিকিৎসক শ্রীরামপুরের ওয়ালস্ হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে সুদীপাকে কলকাতার শিশুমঙ্গলে নিয়ে যাওয়া হয়। শিশুমঙ্গল সুদীপাকে কলকাতার এসএসকেএমে পাঠায়। সুদীপাকে ঠিক কোন বিষাক্ত পোকা কামড়েছে বা এর চিকিৎসা কি? তা বুঝতে পারেননি কলকাতার চিকিৎসকরা। বুধবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা যান সুদীপা।
এসএসকেএম-এই সুদীপার দেহ ময়না তদন্ত করা হয়। সুদীপাকে কি কামড়েছিল, এখনও তার হদিশ পাওয়া যায়নি। সুদীপার মৃত্যুতে শোকাহত গোটা পরিবার। এই ধরনের ঘটনা এর আগে ওই এলাকায় ঘটেনি বলে জানায় স্থানীয়রা। সুদীপার মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584