গৃহবধূকে অপহরণ করে বিদেশে পাচার

0
100

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণাঃ

বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহবধূকে অপহরণ করে বিদেশে পাচার করল দুষ্কৃতীরা। এমনই ঘটনাই ঘটেছে বিষ্ণুপুর থানার দোসতীনা এলাকায়। এই নিয়ে গৃহবধূর পরিবার-সহ প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

housewife kidnapped | newsfront.co
নিখোঁজ খাদিজা মোল্লা। ফাইল চিত্র

গত ২০ নভেম্বর সন্ধ্যার সময়ে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনেরা। পরিবারের লোকজনদের দাবি, আমতলা বারুইপুর মেন রোডের পাশে বাড়ি হওয়ার কারণে তাদের ২৬ বছরের গৃহবধূকে জোর করে কেউ বা কারা তুলে নিয়ে গিয়েছে বা যেতে পারে।

housewife kidnapped | newsfront.co
সাহিদা মোল্লা, নিখোঁজ মহিলার শ্বাশুড়ি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হুগলীতে নিখোঁজ মাঝি, রহস্যভেদে তদন্ত পুলিশের

শাশুড়ি সাহিদা বিবির ধারণা, আমার বৌমাকে কেউ তুলে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করে দিতে পারে বা ক্রস লাইনে দিয়ে দিতে পারে, কারণ আমার বৌমার দেখতে শুনতে ভালো। তাঁকে দেখে মনে হবে না যে সে তিন সন্তানের মা।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ ৯ বছর আগে বিয়ে হয় সেই গৃহবধূর। শাশুড়ি আরও জানান, গৃহবধূ মগরাহাট থানার আমড়া এলাকার মেয়ে। আমার বৌমার মধ্যে কোনও দিন কিছু খারাপ দেখিনি যে মনে হবে সে কারোর সঙ্গে পালাবে বা পালিয়েছে। এর মধ্যে কোনও ফোনও আসেনি।

তবে বিষ্ণুপুর থানার পুলিশের উপর ক্ষোভ উগরে দেয় পরিবারের লোকজন, কারণ মিসিং ডায়েরি লেখাতে গেলে বা লিখিত অভিযোগ দিতে গেলেও অভিযোগ নিতে অস্বীকার করা হয়েছিল প্রথমে। পরে যদিও কর্তৃপক্ষ মিসিং ডায়েরি নেন কিন্তু কোনও ছবি বা আধার কার্ড নেননি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here