পণের দাবীতে বধূহত্যা,অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার

0
66

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Housewife Killed for Dowry
অভিযোগ দায়ের।নিজস্ব চিত্র

২ লক্ষ টাকা পণ না পেয়ে গৃহবধূকে খুনের অভিযোগ,একই সাথে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ মৃতার শ্বশুর বাড়ির পরিবারের বিরুদ্ধে।স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধৃত অভিযুক্তরা।

Housewife Killed for Dowry
অভিযুক্ত সঞ্জয় সেন,ফাইল চিত্র

ঘটনার অভিঘাতে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে এবং মটোর বাইকে আগ্নি সংযোগ করে।
নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃতার পিতার পরিবারের৷ঘটনায় গ্রেপ্তার স্বামী, ননদ ও নন্দাই।

Housewife Killed for Dowry
অর্পিতা-সঞ্জয়।ফাইল চিত্র

অভিযুক্তদের বিরুদ্ধে ৪৯৮এ, ৩০৪বি, ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।ধৃতদের আগামীকাল বারুইপুর আদালতে পেশ করা হবে।

Housewife Killed for Dowry
মৃত অর্পিতা সেন।ফাইল চিত্র

মৃতা অর্পিতা সেন(১৯), জয়নগরের বাসিন্দা।
মাত্র এক বছর আগে তার সাথে বিয়ে হয় সঞ্জয় সেনের(৩৩)।সঞ্জয় নরেন্দ্রপুর থানা এলাকায় রেনিয়ার প্রভাত পল্লীর বাসিন্দা।এক বছর আগে সম্বন্ধ করেই তাদের বিয়ে হয়।

Housewife Killed for Dowry
শোকগ্রস্ত পরিজন।নিজস্ব চিত্র

অভিযোগ,বিয়ের পর থেকেই পনের জন্য চাপ দেওয়া হত। তাকে মারধোর করা হত বলে অভিযোগ।স্বামী ছাড়াও ননদ সাবিয়া বিবি ওরফে বাবলি ও নন্দাই সানোয়ার হোসেন গাজী তার উপর অত্যাচার চালাত বলে অভিযোগ৷বিয়ের সময় নগদ ৬০ হাজার টাকা ও গয়না নেয় তারা।সম্প্রতি ফের ২ লক্ষ টাকা চাওয়া হয় বলে জানিয়েছেন অর্পিতার বাবা।

Housewife Killed for Dowry
জনতার রোষের বলি।নিজস্ব চিত্র

চৈত্র সংক্রান্তিতে বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল অর্পিতার।মেয়ের মুখ চেয়ে সাধ্যমত টাকা দেওয়ার কথা জানান তার বাবা।কিন্তু তার আগেই শনিবার সকাল থেকেই অর্পিতার উপর অত্যাচার শুরু হয় ৷তাকে মারধোর করা হয়।এলাকার বাসিন্দারা বিষয়টি জানতে পেরে তারাই উদ্যোগী হয়ে বাড়িতে গিয়ে তখনকার মত বিষয়টি মিটিয়ে দেন।

Housewife Killed for Dowry
অভিযোগ পত্র।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফেসবুকে ‘দি এন্ড’ পোস্ট করে আত্মঘাতী স্থানীয় তৃণমূল নেতার স্ত্রী

প্রতিবেশীরা চলে গেলে ফের অত্যাচার শুরু হয় ৷তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।বিকেলের দিকে তার দেহ পাচারের চেষ্টা করা হয়। সেইসময় স্থানীয় বাসিন্দারা বাধা দেয়।খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়৷ঘটনায় বাড়ি ভাঙচুর ও বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।চুড়ান্ত শাস্তির দাবী জানিয়েছেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here