নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মনুয়া কান্ডের ছায়া রেল শহরে। প্রেমিকের সাথে হাত মিলিয়ে স্বামীকে পরিকল্পনা করে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মৃত্যুর দু’দিন পর নাবালিকা মেয়ের অভিযোগে গ্রেফতার করা হল পেশায় রেলকর্মী স্ত্রী ও তার প্রেমিককে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ১২ নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হয় এ মিশ্র রাও নামে এক ব্যক্তির। এরপর শনিবার সকালে খড়গপুর টাউন থানার দ্বারস্থ হয় মৃতের মেয়ে ও ছেলে। পুলিশের কাছে তারা জানায়, বৃহস্পতিবার রাতে তাদেরই সামনে তাদের বাবাকে খুন করে মা এম সাথী রামাইয়া ও মাএর প্রেমিক কে নকা রাজু।
ঘটনাটি প্রকাশ করলে মেয়েকেও খুন করে দেওয়ার হুমকি দেয় তার মা ও তার প্রেমিক। এরপর কোনরকমে প্রতিবেশীর সাহায্যে থানার দ্বারস্থ হয় মৃতের নাবালিকা মেয়ে ও ছেলে।
আরও পড়ুনঃ বেআইনি বাজি সহ কাঁচামাল উদ্ধার করলো এগরা থানার পুলিশ
অভিযোগ পেয়ে তৎপরতার সাথে গ্রেফতার করা হয় এম সাথী রামাইয়া ও তার প্রেমিককে। শনিবার দুজনকে তোলা হয় খড়গপুর মহকুমা আদালতে। গোটা ঘটনায় হতবাক রেল কলোনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584