নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ
কোনো আবেদন নিবেদন নয়।এবার স্ত্রীর মর্যাদা দেওয়ার দাবিতে শ্বশুর বাড়ির সামনেই ধর্নায় বসে পড়লেন পুত্রবধূ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, দাসপুর থানার গোপালপুর গ্রামের তনুশ্রী কান্ডারকে পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ ধাড়া দু’বছর আগে বিবাহ করে। এরপর তনুশ্রীকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা নিয়ে নানা টালবাহানা শুরু করে আকাশ। মাঝে মধ্যেই শ্বশুরবাড়িতে গিয়ে সে থাকত।
বাড়ির সবাই তাকে মেনে নিলে বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে তনুশ্রীকে জানায় আকাশ। তবে বেশ কিছুদিন হল তনুশ্রীর সাথে সে কোন যোগাযোগ করেনি। তাই এবার শুধু স্বামীর অধিকার নয়, স্ত্রীর মর্যাদার দাবিতে বুধবার সকালে আকাশের বাড়ির সামনে ধর্নায় বসে তনুশ্রী।
আরও পড়ুনঃ থানা ঘেরাও ঘিরে ফের উত্তেজনা কোচবিহারে
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ। পুলিশ গিয়ে তনুশ্রী এবং তার শ্বশুরবাড়ির লোকেদের থানায় আলোচনার জন্য ডেকে নিয়ে যায়।
তনুশ্রী জানায়, ‘আমি শ্বশুর বাড়িতে থাকতে চাই। আমাকে আমার স্বামীর অধিকার ফিরিয়ে দেওয়া হোক। আমি যেন স্বামীর অধিকার নিয়ে ওই বাড়িতে থাকতে পারি। পুলিশকে সেই ব্যবস্থা করতে হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584