নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে মারধোর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার যদুপুর স্কুলপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।বর্তমানে ওই গৃহবধূ মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে ইংরেজবাজার থানার যদুপুর স্কুলপাড়ার বাসিন্দা ওই গৃহবধূর স্বামী পেশায় লরি চালক।কর্মসুত্রে আধিকাংশ সময় বাড়ির বাইরে থাকে। বাড়িতে তিন ছেলে মেয়েকে নিয়ে একা থাকে গৃহবধূ।অভিযোগ ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় যদুপুর কমলাবাড়ির বাসিন্দা জাহঙ্গির শেখ গৃহ বধূকে কু- প্রস্তাব দিতে থাকে।ওই যুবক গৃহবধূর সম্পর্কে দেওর।একাধিকবার ওই যুবক গৃহবধূকে কুপ্রস্তাব দেয়।কিন্তু তাতে রাজি ছিলনা ওই মহিলা।বর্তমানে ওই গৃহবধূর স্বামী বাড়ির বাইরে রয়েছে গত কয়েকদিন থেকে।সেই সুযোগে বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয় অভিযুক্ত জাহঙ্গীর। ফের কু-প্রস্তাব দেয় গৃহবধূকে।কিন্তু তাতে রাজী না হলে ব্যাপক মারধোর ও শ্লীলতাহানির চেষ্টা করে।কোনক্রমে গৃহবধূ বাড়ির বাইরে ছুটে এসে চিৎকার শুরু করে। ছুটে আসে প্রতিবেশিরা।সেই সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত।গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করায় স্থানীয়রা।এদিন রাতেই ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
আরও পড়ুন: ব্যারাকে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584