টুইটারের সাম্প্রদায়িক হ্যাসট্যাগ কোর্ট কিভাবে থামাবে? মন্তব্য প্রধান বিচারপতির

0
64

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

টুইটারে সাম্প্রদায়িক উস্কানিমূলক হ্যাসট্যাগ বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা চেয়ে দ্বারস্থ হয়েছিল এক আইনজীবী। সে বিষয়ে অক্ষমতা জানিয়ে হস্তক্ষেপ করতে রাজি হলনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ।

খাজা আইজাজুদ্দিন নামক ঐ আইনজীবী #IslamicCoronavirusJihad , #NizumuddinIdiots , #TablighiJamaatVirus প্রমূখ হ্যাশট্যাগ এর উদাহরণ দিয়ে বলেন যে এই সমস্ত হ্যাশট্যাগ একটি নির্দিষ্ট ধর্মের ভাবাবেগকে আঘাত দিচ্ছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে তা ক্ষতিকর। আবেদনকারীর বক্তব্য এখানে একটি নির্দিষ্ট ধর্মের সঙ্গে অতিমারিকে জুড়ে দেওয়া হচ্ছে।

প্রধান বিচারপতি এসএ বোবদে এবং জাস্টিস অনিরুদ্ধ বোসের বেঞ্চ বক্তব্য শুনে আবেদনকারীকে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হতে বলেন কারণ ইস্যুটা ওখানকার।

আরও পড়ুন:সংখ্যালঘু পরিচালিত প্রতিষ্ঠানও নিট-র আওতায়ঃ সুপ্রিমকোর্ট

আবেদনকারীর পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলে প্রধান বিচারপতি এসএ বোবদে মন্তব্য করেন, “কোর্ট কিভাবে এটা থামাবে? আপনি বলছেন যে মানুষজন টুইটারে ভুল কথা বলছে। এটা ফোনে কাউকে ভুল কিছু বলার মতনই। আমরা কিভাবে এমটিএনএল’কে এ বিষয়ে নির্দেশনা দিতে পারি?”

তারপর আবেদনকারী শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে উস্কানিমূলক হ্যাসট্যাগ গুলো বন্ধ করতে চেয়ে আদালতের নির্দেশনা চাইলে কোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে, আবেদনকারীকে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার অনুমতি দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here