একবার করোনা আক্রান্ত হওয়ার পর কতদিন তার অ্যান্টিবডি শরীরে থাকে?

0
67

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই করোনা সংক্রমণ নিয়ে প্রতিদিনই নতুন নতুন তত্ত্ব উঠে আসছে। এরইমধ্যে একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে যে করোনা ভাইরাসে একবার আক্রান্ত হওয়ার পর কতদিন তার অ্যান্টিবডি শরীরে থাকে? একবার আক্রান্ত হলে কি পুনরায় আবার আক্রান্ত হওয়ার ভয় থাকে না?

corona test | newsfront.co
প্রতীকী চিত্র

কোনও কোনও দেশে এমনও দেখা গিয়েছে যে, সংখ্যায় কম হলেও একজন একাধিকবার করোনা আক্রান্ত হয়েছেন। আবার কোনও কোনও বিশেষজ্ঞ বলেছেন, শরীরে ৩ মাস পর্যন্ত অ্যান্টিবডি কাজ করছে। তাই এই কঠিন প্রশ্নটা থেকেই যাচ্ছে।

এই ঘটনা প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে গেলেও শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হয় যা পরবর্তীতে ভাইরাসের সংক্রমণ আটকাতে সাহায্য করে। কিন্তু সেই অ্যান্টিবডি কতদিন শরীরে সক্রিয় থাকে, সেটা এখনও তাঁদের কাছে খুব একটা স্পষ্ট নয়। আরও একদল বিশেষজ্ঞ বলছেন, তিনমাস নয়, একবছর তিনমাস পরে করোনার অ্যান্টিবডি শরীরে তার শক্তি হারায়। ফলে তখন ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদিও এখনই একথা জোর দিয়ে বলা যায় না।

আরও পড়ুনঃ আনলক ৩: উঠল নাইট কারফিউ, বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান সিনেমা হল

সম্প্রতি মার্কিন একটি গবেষণা দল দাবি করেছিল, করোনা ভাইরাসের অ্যান্টিবডি শরীরে কয়েকমাসের জন্য কার্যকর থাকে। ফলে রোগীর ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যার কারণে ভ্যাকসিন তৈরি হলেও সেটি শরীরে কতদিন কার্যকর থাকবে, নাকি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভ্যাকসিন নিয়ে যেতে হবে নিয়মিত, সেই নিয়ে অনিশ্চয়তা ছিল।

আরও পড়ুনঃ নিরাপদ নয় মাতৃ জঠরও! গর্ভেই করোনা আক্রান্ত নবজাতক

তাই বিজ্ঞানীদের মতে একবার করোনা আক্রান্ত হলেই সেই মানুষটির আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, এটা এখনই জোর দিয়ে বলা যায় না। তাই আক্রান্ত মানুষটিকে সেরে ওঠার পরেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু আক্রান্ত অবস্থা থেকে ফিরে আসার পরেই তেমনটা করতে হবে, তা নয়। যতদিন এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে, ততদিন এই কাজ করতে হবে। তবে একমাত্র ভ্যাকসিন এলে তবেই বোঝা যাবে যে ঠিক কী হত পারে। অর্থাৎ, কেউ একবার করোনা আক্রান্ত হলে তিনি পরে আবারও আক্রান্ত হবেন না সেটা বাজারে ভ্যাকসিন এলে তবেই স্পষ্ট হবে বলে মনে করেন বিজ্ঞানীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here