Covid Vaccine: নির্দেশিকা জারি করে ভ্যাকসিন চেনার উপায় জানাল কেন্দ্রীয় সরকার

0
61

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ সরে যেতেই তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি হয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। এরই মধ্যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের ঘটনায় লাগাম টানতে এবার ভ্যাকসিন নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক।

covid vaccine
প্রতীকী চিত্র

এবার অনায়াসেই আসল এবং ভুয়ো ভ্যাকসিনের মধ্যে তফাত বোঝা যাবে। বর্তমানে ভারতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক তিন ধরণের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ।

কিন্তু কীভাবে চিনবেন এই তিন ভ্যাকসিনকে? দেখে নেওয়া যাক

● কোভিশিল্ড চেনার উপায় :

১) ভায়ালে কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) নাম লেখা থাকবে।

২) এসআইআই লেখা লেবেলটির রং হবে গাঢ় সবুজ এবং সিলের অ্যালুমিনিয়াম ফয়েলের রংও হবে গাঢ় সবুজ।

৩) ট্রেডমার্ক ও ব্র্যান্ডের  নাম অবশ্যই লেখা থাকবে।

৪) ‘সিজিএস নট ফর সেল’ লেখাটা ওভার প্রিন্ট করা থাকবে।

৫) এসআইআই-এর লোগোটি একটি বিশেষ কোণায় লেখা থাকবে। যাঁরা ভ্যাকসিন দেন, তাঁরা সেটি দেখলেই বুঝতে পারবেন।

৬) ওষুধের জেনেরিক নাম বোল্ড ভাবে লেখা হবেনা।

৭) ভায়ালের উপর লেখার জন্য অক্ষরগুলি একটি বিশেষ সাদা কালিতে লেখা হয়েছে যাতে সেগুলি স্পষ্টভাবে পড়া যায়।

৮) কিছু কিছু ক্ষেত্রে হানিকম্ব ডিজাইনটি এমনভাবে ব্যবহার করা হয়, যাতে ডিজাইনটি সকলের চোখে ধরা না পড়ে। তবে যাঁরা ভ্যাকসিন নিয়ে সবসময় কাজ করছেন তাঁরা ওই ডিজাইন দেখলেই বুঝতে পারবেন।

● কোভ্যাক্সিন চেনার উপায় :

১) শুধুমাত্র অতিবেগুনি রশ্মিতেই ভ্যাকসিনের লেবেলের উপরের ইউভি হেলিক্স দেখতে পাওয়া যায়।

২) কোভ্যাক্সিনের ‘এক্স’ অক্ষরে গ্রিন ফয়েল এফেক্ট থাকবে।

৩) কোভ্যাক্সিনে লেখাটিতে রয়েছে হলোগ্রাফিক এফেক্টও।

৪) ভ্যাকসিনের লেবেলে লুকানো মাইক্রো টেক্সট ডটসের মাধ্যমে কোভ্যাক্সিন নাম লেখা থাকবে।

আরও পড়ুনঃ করোনাকালে বাংলাদেশে খুলছে স্কুল, চলছে বিশেষ প্রস্তুতি

● স্পুটনিক ভি চেনার উপায় :

১) রাশিয়ার দুই জায়গা থেকে স্পুটনিক ভি ভ্যাকসিন আসে। ফলে লেবেল আলাদা হয়। এই ভ্যাকসিনের উপর লেখা অন্যান্য তথ্য, লেবেলের নকশা এক হলেও, ভ্যাকসিন উৎপাদকের নাম আলাদা থাকে।

২) পাঁচ অ্যাম্বিউলের প্যাকেটের দুদিকের লেবেলে ইংরেজি ভাষায় লেখা থাকে। তবে অন্য সব জায়গায় ভ্যাকসিনের লেবেলে রাশিয়ান ভাষায় লেখা থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here