বন্ধের মুখে হাওড়া জেলা হাসপাতাল, জেনারেল ওয়ার্ডে চিকিৎসাধীন মৃতার করোনা পজিটিভ

0
120

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

অবশেষে নার্সদের আশঙ্কাই সত্যি হলো। প্রথম রিপোর্টে করোনা পজিটিভ হাওড়া জেলা হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত মহিলা। এখন অপেক্ষা দ্বিতীয় রিপোর্টের। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্মরত নার্সরা।

howrah hospital | newsfront.co
ফাইল চিত্র

রাত পোহাতে না পোহাতেই আশঙ্কা সত্যি হলো। গতকাল সংক্রমণের আশঙ্কায় কাজ করতে অস্বীকার করেন নার্সরা। কর্তব্যে গাফিলতির অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন হাসপাতাল সুপার-সহ একাধিক আধিকারিক।

আরও পড়ুনঃ সিল করা হলো নদীয়া মুর্শিদাবাদ জেলার সীমান্ত

সংবাদ সূত্রে জানা যায়, ওই রোগীর উপসর্গ দেখে তিনি করোনা সংক্রমিত হতে পারেন বলে সন্দেহ প্রকাশ করে কর্তব্যরত নার্সরা। সে কথায় কান না দিয়ে তাকে জেনারেল ওয়ার্ডেই ভর্তি করা হয় বলে অভিযোগ।

এখন মৃত রোগীর দ্বিতীয় রিপোর্টের অপেক্ষা। ওদিকে সেই রিপোর্টের অপেক্ষায় আটকে আছে দেহও। জানা গেছে হাসপাতাল শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হলে বন্ধ করা হবে নতুন রোগীর ভর্তিও।

করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় এমনিতেই সরকার নতুন হাসপাতাল খুঁজছে, এই পরিস্থিতিতে হাওড়া জেলা হাসপাতাল বন্ধ হলে বিকল্প ব্যবস্থা করতে হবে স্বাস্থ্য দফতরকে। এছাড়া ওই মহিলা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কারা তার সংস্পর্শে এসেছে। কোন অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতাল আনা হয়েছিলো তা খুঁজছে স্বাস্থ্য দফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here