নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া’ (UCLA) থেকে স্নাতক হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সেরার শিরোপা পেয়েছেন ঋতাভরী। তার উপরে সদ্য জন্মদিন গেল ঋতাভরী চক্রবর্তীর। আবার এই মাসেই তাঁর অভিনীত ছবি ‘ব্রোকেন ফ্রেম’ মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।
সব মিলিয়ে ঋতাভরীর জীবন এখন্ত দুরন্ত গতিতে এগিয়ে চলেছে তা বলাই বাহুল্য। এই ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ঋতাভরীর বিপরীতে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রোহিত রায়। ‘মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার জন্য টিম ‘ব্রোকেন ফ্রেম’-কে শুভেচ্ছা জানিয়েছেন সুপারস্টার হৃতিক রোশন।
ছোট গল্প ‘লং আইল্যান্ড আইসড টি’-র উপর ভিত্তি করে ‘ব্রোকেন ফ্রেম’ তৈরি করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। এক বাঙালি দম্পতির সম্পর্কের টানাপোড়েনের গল্প। ছবির শ্যুটিং হয়েছে কলকাতাতেই।
আরও পড়ুনঃ খোঁজ মিলেছে সৃজিতের ‘এক্স=প্রেম’-এর
‘অ্যাসোর্টেড মোশন পিকচারস’ এবং ‘গিডি প্রোডাকশন’-এর ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজনা করেছেন অরিত্র দাস, সর্বাণী মুখোপাধ্যায় এবং গৌরব দাগা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন মধুরা পালিত। সঙ্গীত পরিচালনায় শৈলেন্দ্র কুমার, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সমীর সতিজা। ছবিটি দেখা যাবে বিগ ব্যাং অ্যাপে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584