ফ্রান্সের আটলান্টিক উপকূলীয় অঞ্চলে লাখো মৃত মাছের ভাগাড়! চাঞ্চল্য

0
57

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ফ্রান্সের আটলান্টিকের উপকূলীয় অঞ্চল যেন মৃত মাছের ভাগাড় হয়ে গেছে! সেখানে এক লক্ষেরও বেশি মৃত মাছ ভেসে উঠেছে। আর এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছেন দেশটির মৎস্য সম্পদ মন্ত্রী। তার আগে পরিবেশকর্মীদের ভিডিও ফুটেজে বিস্তৃত এলাকাজুড়ে মৃত মাছ ভেসে থাকতে দেখা যায়।

French Atlantic Coast
সৌজন্যেঃ রয়টার্স

দ্য পেলাজিক ফ্রিজার-ট্রলার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ ধরার ট্রলার মার্জিরিস জানিয়েছে, তাদের মাছ ধরার একটা জাল ছিঁড়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে। সেখানে বলা হয়, মাছগুলো কড পরিবারের ‘ব্লু হোয়াইটিং’। এই ভেসেলের ধরা মাছগুলো থেকে ওগুলোর হিসাব বাদ দিতে হবে।মার্জিরিসের জালটি ছিঁড়ে যায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে। এটা ‘খুবই বিরল ঘটনা’ বলে উল্লেখ করেছে তারা।

ইউরোপিয়ান ইউনিয়নের সংশ্লিষ্ট আইন অনুযায়ী, এ ঘটনা ভেসেলের লগবুকে রেকর্ড করা হয়েছে এবং লিথুনিয়ার ভেসেলস ফ্ল্যাগ স্টেটের কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ফ্রান্সের পরিবেশবাদী গ্রুপ ‘দ্য সি শেফার্ড ফ্রান্স’ গত বৃহস্পতিবার ভেসে থাকা মৃত মাছের ভিডিওটি করে। তারা জানায়, প্রায় তিন হাজার বর্গ মিটার (৩২ হাজার ৩০০ বর্গ ফুট) এলাকাজুড়ে মাছগুলো ভেসে ছিল।

আরও পড়ুনঃ দেশে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়াল, মৃত পরিসংখ্যান তালিকায় তৃতীয় স্থানে ভারত: রিপোর্ট

এ গ্রুপের প্রধান লামিয়া এসেমলালি রয়টার্সকে বলেন, এই ট্রলার বিষয়ে ‘ফ্রান্সের জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি’ করতে চায় তারা, যে ট্রলারটি অস্ট্রেলিয়ার সাগর এবং বে অব বিসকে-তে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে প্রচার রয়েছে। ফ্রান্সের মৎস্য সম্পদ মন্ত্রী অ্যানিক গিরারডিন এক টুইটবার্তায় বলেন যে, তিনি এ ঘটনার তদন্ত করছেন এবং ছবিটা বেদনাদায়ক ছিল। ইইউ কমিশনার ফর এরভায়রনমেন্ট, ওসেন্স অ্যান্ড ফিসারিজ ভার্জিনিজুস সিনকেভিসিয়াস বলেন, তিনি ‘এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং প্রমাণ’ সন্ধান করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here